নিউজিল্যান্ডের টঙ্গারেওয়া স্কলারশিপ
Published: 20th, April 2025 GMT
বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা ও উন্নতজীবনের সঙ্গে খরচের হিসাব মিলে গেলেই উচ্চশিক্ষার জন্য অন্য দেশে পাড়ি জমানো যায়। নিউজিল্যান্ড বিদেশি শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার আকর্ষণীয় গন্তব্য। কারণ দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর খ্যাতি বিশ্বজুড়ে। তাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা সেখানে পড়তে যায়। বাংলাদেশি শিক্ষার্থীরাও নিউজিল্যান্ডকে তাদের উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নিচ্ছে। তাই এই দেশে স্থায়ী বসবাসে আগ্রহী এখন অনেকেই। যারাই এই দেশে স্থায়ী বসবাসের চিন্তা করছে তাদের ইচ্ছা পূরণের সঠিক উপায় হচ্ছে, এই দেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া। নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দেয়। এ বৃত্তির নাম ‘টঙ্গারেওয়া স্কলারশিপ’। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে দেওয়া হয় এ বৃত্তি। ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত এই সরকারি বিশ্ববিদ্যালয়টি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে। ১২৭ বছরের ইতিহাসসমৃদ্ধ বিশ্ববিদ্যালয়টির রয়েছে তিনটি আলাদা ক্যাম্পাস।
সুযোগ-সুবিধা
যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
টিউশন ফি মওকুফ করা হবে।
স্নাতকের শিক্ষার্থীদের ১০ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হয়।
স্নাতকোত্তরের জন্য পাঁচ হাজার নিউজিল্যান্ড ডলার দেওয়া হয়।
আবাসন-সুবিধাসহ বিভিন্ন অনুদান প্রদান করা হবে।
আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা এ স্কলারশিপের যোগ্য নন।
আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রোগ্রামে ভর্তি হতে হবে।
একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
ইংরেজি ভাষা দক্ষতার কোর্স সম্পন্ন করতে হবে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদন করতে এবং আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানা যাবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১ মে ২০২৫।
বিস্তারিত – https://www.
current/tongarewa-international-
scholarship
উৎস: Samakal
কীওয়ার্ড: ন করত
এছাড়াও পড়ুন:
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফেরিওয়ালা খুন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ফেরিওয়ালা খুন হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পীরের বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত নীপেশ তালুকদার (৪২)। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার সুনামপুর গ্রামে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গতকাল রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, নীপেশের গ্রামের বাড়ি দিরাইয়ে হলেও সিলেট নগরের জালালাবাদ থানার তেমুখী এলাকায় তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। তিনি প্রতিদিন বাইসাইকেল দিয়ে হাটবাজারে পান, সুপারি ও সিগারেট ফেরি করে বিক্রি করতেন। গতকালও একইভাবে বিক্রি শেষে সন্ধ্যায় তিনি পীরের বাজার এলাকা দিয়ে ফিরছিলেন। বাজারের পশ্চিম পাশে আসামাত্রই কিছু ছিনতাইকারী নীপেশের পথরোধ করে এবং একপর্যায়ে তাঁর বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী গতকাল রাত ১২টায় প্রথম আলোকে বলেন, হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।