Samakal:
2025-04-21@02:44:13 GMT

বিনোদনে ভিশন এআই

Published: 20th, April 2025 GMT

বিনোদনে ভিশন এআই

ভিশন এআই অভ্যাস ও পছন্দ বিশ্লেষণ করে ব্যক্তিনির্ভর পরিষেবা দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ত্রিমাত্রিক বিনোদন জগৎকে যা সমৃদ্ধ অভিজ্ঞতায় পরিপূর্ণ করবে

বৈশ্বিক টিভি বাজারে ১৯তম বছরের মতো নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে প্রযুক্তি উদ্ভাবনী ব্র্যান্ড স্যামসাং ইলেকট্রনিকস। বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার বলছে, ২০২৪ সালে টিভির বাজারের ২৮.

৩ শতাংশ ছিল দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি ব্র্যান্ড। সারাবিশ্বে টিভির মানোন্নয়নে প্রিমিয়াম ও আলট্রা লার্জ স্ক্রিনে উদ্ভাবন ও সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করতে ব্র্যান্ডটি কাজ করছে। তারই ধারাবাহিকতায় ২০০৬ সাল থেকে বিশ্বজুড়ে টিভির জগতে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর জানালেন, বৈশ্বিক টিভি বাজারে ১৯ বছর ধরে টানা স্বীকৃতি অর্জন সত্যিই গর্বের। এমন অর্জন গ্রাহকের আস্থা ও বিশ্বাসের দৃষ্টান্ত। অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনে ভবিষ্যতের টিভি শিল্প খাতের সম্ভাবনা উন্মোচনে আমরা এখন কাজ করছি। বৈশ্বিকভাবে প্রিমিয়াম টিভি সেগমেন্টে (আড়াই হাজার মার্কিন ডলারের অধিক মূল্যের) স্যামসাং ব্র্যান্ডের বাজার অংশ ৪৯.৬ শতাংশ। আলট্রা লার্জ ক্যাটেগরিতে (৭৫ ইঞ্চি ও তার অধিক) অংশীদারিত্ব ২৮.৭ শতাংশ। স্যামসাং কিউলেড ও ওলেড সেগমেন্টে নিজেদের সেরাটা ধরে রেখেছে। কিউএলইডি বাজার অংশীদারিত্ব ৪৬.৮ শতাংশ আর ওএলইডিতে বাজার অংশীদারিত্ব ২৭.৩ শতাংশ। স্যামসাং ৮০ লাখের বেশি কিউএলইডি টিভি ইউনিট বিপণন করেছে। উল্লেখ্য, প্রথমবার কিউএলইডি টিভি মোট বৈশ্বিক টিভি বিপণনে ১০ শতাংশ অতিক্রম করেছে। যার মাধ্যমে বিশেষ সেগমেন্টে টিভি বিক্রির সংখ্যা বেড়েছে।
ওএলইডি সেগমেন্টে স্যামসাং ১০ লাখের বেশি ইউনিট টিভি বিক্রি করেছে। ফলে বার্ষিক বিক্রির হিসাবে ৪২ শতাংশ আর বাজার অংশীদারিত্ব ৪.৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা ওএলইডি প্রযুক্তির প্রতি ক্রেতার আগ্রহের দৃষ্টান্ত। ওএলইডি ক্যাটেগরিতে স্যামসাং ব্র্যান্ডের প্রযুক্তিগত উদ্ভাবনের কারণে ক্রেতার মধ্যে এমন ঘরানার টিভির চাহিদা বাড়ছে।
২০২৫ সালের কনজ্যুমার ইলেকট্রনিক প্রদর্শনীতে এআই প্রযুক্তির স্ক্রিন প্রযুক্তির যুগান্তকারী উদ্ভাবন ‘ভিশন এআই’ 
প্রদর্শন করেছে ব্র্যান্ডটি।

উৎস: Samakal

কীওয়ার্ড: এআই স গম ন ট

এছাড়াও পড়ুন:

বিনোদনে ভিশন এআই

ভিশন এআই অভ্যাস ও পছন্দ বিশ্লেষণ করে ব্যক্তিনির্ভর পরিষেবা দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ত্রিমাত্রিক বিনোদন জগৎকে যা সমৃদ্ধ অভিজ্ঞতায় পরিপূর্ণ করবে

বৈশ্বিক টিভি বাজারে ১৯তম বছরের মতো নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে প্রযুক্তি উদ্ভাবনী ব্র্যান্ড স্যামসাং ইলেকট্রনিকস। বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার বলছে, ২০২৪ সালে টিভির বাজারের ২৮.৩ শতাংশ ছিল দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি ব্র্যান্ড। সারাবিশ্বে টিভির মানোন্নয়নে প্রিমিয়াম ও আলট্রা লার্জ স্ক্রিনে উদ্ভাবন ও সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করতে ব্র্যান্ডটি কাজ করছে। তারই ধারাবাহিকতায় ২০০৬ সাল থেকে বিশ্বজুড়ে টিভির জগতে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর জানালেন, বৈশ্বিক টিভি বাজারে ১৯ বছর ধরে টানা স্বীকৃতি অর্জন সত্যিই গর্বের। এমন অর্জন গ্রাহকের আস্থা ও বিশ্বাসের দৃষ্টান্ত। অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনে ভবিষ্যতের টিভি শিল্প খাতের সম্ভাবনা উন্মোচনে আমরা এখন কাজ করছি। বৈশ্বিকভাবে প্রিমিয়াম টিভি সেগমেন্টে (আড়াই হাজার মার্কিন ডলারের অধিক মূল্যের) স্যামসাং ব্র্যান্ডের বাজার অংশ ৪৯.৬ শতাংশ। আলট্রা লার্জ ক্যাটেগরিতে (৭৫ ইঞ্চি ও তার অধিক) অংশীদারিত্ব ২৮.৭ শতাংশ। স্যামসাং কিউলেড ও ওলেড সেগমেন্টে নিজেদের সেরাটা ধরে রেখেছে। কিউএলইডি বাজার অংশীদারিত্ব ৪৬.৮ শতাংশ আর ওএলইডিতে বাজার অংশীদারিত্ব ২৭.৩ শতাংশ। স্যামসাং ৮০ লাখের বেশি কিউএলইডি টিভি ইউনিট বিপণন করেছে। উল্লেখ্য, প্রথমবার কিউএলইডি টিভি মোট বৈশ্বিক টিভি বিপণনে ১০ শতাংশ অতিক্রম করেছে। যার মাধ্যমে বিশেষ সেগমেন্টে টিভি বিক্রির সংখ্যা বেড়েছে।
ওএলইডি সেগমেন্টে স্যামসাং ১০ লাখের বেশি ইউনিট টিভি বিক্রি করেছে। ফলে বার্ষিক বিক্রির হিসাবে ৪২ শতাংশ আর বাজার অংশীদারিত্ব ৪.৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা ওএলইডি প্রযুক্তির প্রতি ক্রেতার আগ্রহের দৃষ্টান্ত। ওএলইডি ক্যাটেগরিতে স্যামসাং ব্র্যান্ডের প্রযুক্তিগত উদ্ভাবনের কারণে ক্রেতার মধ্যে এমন ঘরানার টিভির চাহিদা বাড়ছে।
২০২৫ সালের কনজ্যুমার ইলেকট্রনিক প্রদর্শনীতে এআই প্রযুক্তির স্ক্রিন প্রযুক্তির যুগান্তকারী উদ্ভাবন ‘ভিশন এআই’ 
প্রদর্শন করেছে ব্র্যান্ডটি।

সম্পর্কিত নিবন্ধ