হাওরাঞ্চলে ফসল আবাদের ক্ষেত্রে প্রকৃতির অলিখিত চ্যালেঞ্জ মোকাবিলা প্রান্তিক কৃষকের নিয়তি। নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে প্রতি মৌসুমে বোরো ফসলের জোগান দিয়ে দেশের খাদ্যভান্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন এই অঞ্চলের কৃষক।
জমি প্রস্তুত থেকে শুরু করে ফসল ঘরে তোলা, প্রতিটি পর্যায়ে ঢল, বন্যা, খরা পেরিয়ে এসে ফড়িয়াবাজি আর বাজারে ধান-চালের দাম নিয়ে সিন্ডিকেটের কারসাজিতে ভুগতে হয় তাদের। স্থানীয় কৃষকরা বলছেন, যে যা-ই বলুক, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত হলেই কেবল চাষির জন্য এই ফসল সোনার ফসল হয়। নইলে এর চেয়ে বড় অভিশাপ নেই। এমনটাই বলছেন সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলের বোরোচাষিরা।
সুনামগঞ্জের হাওরে এখন ধান কাটা আর ধান কেনাবেচা নিয়েই আলোচনা মুখে মুখে। উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে গতবারের মতো এবারও শঙ্কিত কৃষকরা। তারা মনে করছেন, সরকার প্রতিমণ ধানের মূল্য ১ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করে দিলেও তারা হয়তো সেটি পাবেন না। রাজনীতিবিদ ও কৃষক সংগঠকদের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার প্রত্যন্ত এলাকা থেকে এবং সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ ধান কৃষকদের কাছ থেকে সরাসরি কিনতে পারলেই কেবল ধানের ন্যায্যমূল্য পাবেন কৃষকরা। অর্থাৎ মিলার ও ফড়িয়ারা তখন বাধ্য হবে উপযুক্ত মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কিনতে। এ নিয়ে রোববার আয়োজিত এক সভায় একই কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। কৃষক সংগঠকরা জানান, জেলা ধান ক্রয় কমিটির সিদ্ধান্তের ওপর অনেকাংশেই নির্ভর করবে বাজারে ধানের মূল্য কত বাড়বে বা কমবে। এর মাধ্যমেই নির্ধারিত হবে এবার জেলার কৃষকরা ন্যায্যমূল্য পাবেন কি না।
ধান কাটা ও মাড়াইয়ের পাশাপাশি খরচের জন্য ধান বিক্রিও করছেন কৃষকরা। এ ক্ষেত্রে বিপদগ্রস্ত কৃষকরা মিলার ও ফড়িয়াদের কাছে কম দামে আগাম ধান বিক্রি করতে শুরু করেছেন। এরই মধ্যে বন্যার পূর্বাভাসের বিষয়টি ভাবাচ্ছে কৃষকদের, বিক্রয় করছেন ধান। আবার কেউ কেউ অপেক্ষা করছেন, সরকার ধান কেনা শুরু করলে ধানের দাম কিছুটা বাড়তে পারে। তখনই ধান বিক্রি করবেন তারা।
জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের রহিমাপুরের কৃষক মুকুল রায় জানান, ব্যাপারী (ধান কাটার শ্রমিক) মেলাতে পারেননি। দু’-এক দিনের মধ্যে চেষ্টা করবেন ধান কাটা। ভরতপুর থেকে শ্রমিক আনার চেষ্টা করছেন। এ নিয়ে চিন্তায় আছেন। ধান কাটা-মাড়াইয়ের পর শুকিয়ে দুই থেকে তিন টন ধান বিক্রি করবেন। ন্যায্যমূল্য না পেলে এসব খরচ উঠবে না। সরকারি গুদামে দিতে পারলে ভালো হতো তাদের জন্য।
তাহিরপুরের বড়দলের সামায়ুন আহমদ বলেন, বিগত সময়ে ৫০ থেকে ৬০ জনের কৃষি কার্ড একজন নিয়ে গেছে। এই প্রতারকরাই ধানের বাজার নিয়ন্ত্রণ করত। খাদ্যগুদামে ধান দিতে গেলেও তারা নানা অজুহাত দেখিয়ে বিদায় করে দিত। এসবে সহায়তা করতেন সরকারি লোকজন। এবার সুযোগ পেলে গুদামেই ধান দেবেন তারা।
কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় নেতা খায়রুল বাশার ঠাকুর খান বলেন, কৃষকরা এখন ৮০ কেজি ভেজা ধানের বস্তা ৭৫ কেজি হিসাব করে ৯০০ টাকা মণে খলাতেই বিক্রি করছেন। সরকার ধান কেনা শুরু করলে ধানের দাম বাড়বে। এ ক্ষেত্রে একজন কৃষকের কাছ থেকে এক বা দুই টন
করে ধান কিনতে হবে। এর বেশি ধান এক কৃষি কার্ডে নিলে প্রান্তিক কৃষকরা উপকৃত হবে না। লাভবান হবে মধ্যস্বত্বভোগীরা। কারণ প্রান্তিক কৃষকের কাছে এত ধান থাকে না।
হাওরের কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার বলেন, সরকারি ক্রয়কেন্দ্রের পরিবেশই থাকে ফড়িয়া-দালালদের পক্ষে। এটি বদলাতে হবে। হাওরে দাদনি (কম দামে অগ্রিম ধান কেনা) এবারও মহাজনরা কোটি কোটি টাকা ছেড়ে দিয়েছে। এ ছাড়া ক্রয়কেন্দ্র দূরবর্তী স্থানে হওয়ায় অনেক কৃষক সেখানে যেতে চায় না। উপজেলা ধান ক্রয় কমিটি, ইউনিয়ন কৃষি সুপারভাইজারদের সহায়তা নিয়ে শুকনো ধান যাচাই-বাছাই করে ফড়িয়া বা মিলারদের মতো এলাকায় এলাকায় ট্রাক নিয়ে গিয়ে কিনতে পারে। এবারও ৪০০ থেকে ৫০০ টাকায় কৃষি কার্ড নিয়ে যাচ্ছে ফড়িয়ারা। এটা বন্ধ করতে হবে সবার আগে।
জেলা জামায়েতের আমির তোফায়েল আহমদ খান বলেন, সবার প্রচেষ্টা থাকতে হবে কৃষকরা যাতে না ঠকে। কৃষক ঠকে যাওয়া মানে দেশ
ঠকে যাওয়া। উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাওয়া তাদের অধিকার। কৃষকের অধিকারের সঙ্গে কোনো আপস হবে না। বিগত সময়ের মতো ফড়িয়াদের খপ্পরে যেন না পড়েন কৃষকরা। এ বিষয়ে সবাইকে তৎপর থাকতে হবে।
গত বছর সরকার নির্ধারিত ধানের ক্রয়মূল্য ছিল ১ হাজার ২৮০ টাকা। এর আগের বছর ছিল ১ হাজার ২০০ টাকা। সে দামে ধান বিক্রি করতে পারলেও লাভবান হতেন কৃষক। তবে সে সময় প্রতিটি সরকারি গোডাউন ছিল ফড়িয়া আর রাজনীতিবিদদের এজেন্টদের নিয়ন্ত্রণে। যার কারণে কৃষকরা সেখানে ধানই দিতে পারেননি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ বলেন, জেলার হাওর ও হাওরবহির্ভূত মিলিয়ে এবার ২ লাখ ২৩ হাজার ৫০২ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। শনিবার পর্যন্ত ৫০ হাজার ৪১৭ হেক্টর জমির ধান কাটা হয়েছে; যা মোট চাষাবাদের ২৪ শতাংশ। খাদ্য বিভাগ ২৪ এপ্রিল থেকে ধান কিনবে। তাদের ১০৮ জন কৃষি সুপারভাইজারকে কাজে লাগানো হবে, যাতে বেশি কৃষক সরকারি ক্রয়কেন্দ্রে ধান দিতে পারেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ধ ন স গ রহ সরক র ক ষকর করছ ন
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ
চার দিনের সরকারি সফরে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ এ অংশগ্রহণ করবেন।
সোমবার (২১ এপ্রিল) দোহার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন।
আজাদ মজুমদার বলেন, “সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।”
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে।
দেশের ইতিহাসে এ প্রথমবারের মতো বাংলাদেশের ৪ জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন।
এই ৪ ক্রীড়াবিদ হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।
‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় ‘আর্থনা সামিট’এ কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অনন্য প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে।
এই সামিট একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন দিক উন্মোচন এবং এক সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায় নিয়ে আলোচনা হবে।
আগামী ২২ ও ২৩ এপ্রিল এই দুই দিনে সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
ঢাকা/হাসান/ইভা