ফিলিস্তিনি জরুরি সেবা কর্মীদের নির্বিচারে গুলি করে হত্যার ঘটনাকে ‘ভুল’ বলে দায় এড়িয়ে গেছে ইসরায়েল। রবিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এই দায় এড়ানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘ভুল বোঝাবুঝি’ এবং ‘নির্দেশ লঙ্ঘনের’ কারণে গত মাসে গাজায় ১৫ জন জরুরি কর্মী নিহত হয়েছেন।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এই ঘটনার তদন্তে বেশ কিছু ব্যর্থতা পাওয়া গেছে। ‘তদন্তের সময় অসম্পূর্ণ এবং ভুল প্রতিবেদন প্রদানের জন্য’ জড়িত ইউনিটের ডেপুটি কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।
২৩ মার্চ ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং একটি দমকলের ট্রাকের কনভয়ে থাকা ১৪ জন জরুরি কর্মী এবং একজন জাতিসংঘ কর্মীকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। হত্যাকাণ্ডের পর লাশ ও অ্যাম্বুলেন্স দুটি মাটিচাপা দেয় ইসরায়েলি সেনারা। এ ঘটনার এক সপ্তাহ পরে জাতিসংঘের কর্মীরা এই লাশগুলো উদ্ধার করে।
এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, তাদের সেনারা শত্রু বাহিনীর হুমকির সম্মুখীন হয়েছে ভেবে গুলি চালিয়েছে। তাদের তদন্তে দেখা গেছে যে নিহতদের মধ্যে ছয়জন হামাস সদস্য ছিলেন।
তবে নিহতদের নাম সরকারি ওয়েবসাইটেই রয়েছে। তাদের সঙ্গে হামাসের সাথে কোনো সম্পৃক্ততার প্রমাণ উপস্থাপন করতে পারেনি ইসরায়েলি বাহিনী।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল তদন ত
এছাড়াও পড়ুন:
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফেরিওয়ালা খুন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ফেরিওয়ালা খুন হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পীরের বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত নীপেশ তালুকদার (৪২)। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার সুনামপুর গ্রামে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গতকাল রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, নীপেশের গ্রামের বাড়ি দিরাইয়ে হলেও সিলেট নগরের জালালাবাদ থানার তেমুখী এলাকায় তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। তিনি প্রতিদিন বাইসাইকেল দিয়ে হাটবাজারে পান, সুপারি ও সিগারেট ফেরি করে বিক্রি করতেন। গতকালও একইভাবে বিক্রি শেষে সন্ধ্যায় তিনি পীরের বাজার এলাকা দিয়ে ফিরছিলেন। বাজারের পশ্চিম পাশে আসামাত্রই কিছু ছিনতাইকারী নীপেশের পথরোধ করে এবং একপর্যায়ে তাঁর বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী গতকাল রাত ১২টায় প্রথম আলোকে বলেন, হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।