নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত কিছু দফা অত্যন্ত ভয়াবহ এবং নিঃসন্দেহে কোরআন-সুন্নাহ পরিপন্থি বলে দাবি করে এসব প্রস্তাবনা বাতিলের দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা নায়েবে আমির আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। 

রোববার এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। 

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের অধিকাংশ দফাই কোরআন-সুন্নাহর পরিপন্থি এবং ইসলামের সঙ্গে সাংঘর্ষিক তাই অবিলম্বে এসব অন্যায় প্রস্তাব বাতিল করতে হবে। উত্তরাধিকার বিষয়ে ভাই ও বোনকে সমান অধিকার দেওয়ার প্রস্তাব এবং যৌন কর্মীকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা দেওয়ার প্রস্তাবসহ আরও কিছু বিষয় যেগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সেইসব প্রস্তাব দ্রুত বাতিল করতে হবে, অন্যথায় সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাবে।’

তিনি আরও বলেন, ‘১৯৬২ সালে আইয়ুব খানের কোরআন-সুন্নাহ পরিপন্থি মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্সের কারণে সমগ্র পাকিস্তানের সব ধর্মপ্রাণ ওলামা ও জনসাধারণ ঝাঁপিয়ে পড়ে আইয়ুব খানের পতন ঘটিয়েছিল। পরিণতি হিসেবে পাকিস্তান ধ্বংস হয়েছে। আমার আশঙ্কা হয়, বিভিন্ন সংস্কার কমিশনে ইহুদি, নাসারা, নাস্তিক ও ভারতের ভয়ানক কিছু এজেন্টের অনুপ্রবেশ ঘটেছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র প রস ত ব ইসল ম

এছাড়াও পড়ুন:

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফেরিওয়ালা খুন

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ফেরিওয়ালা খুন হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পীরের বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত নীপেশ তালুকদার (৪২)। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার সুনামপুর গ্রামে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গতকাল রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, নীপেশের গ্রামের বাড়ি দিরাইয়ে হলেও সিলেট নগরের জালালাবাদ থানার তেমুখী এলাকায় তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। তিনি প্রতিদিন বাইসাইকেল দিয়ে হাটবাজারে পান, সুপারি ও সিগারেট ফেরি করে বিক্রি করতেন। গতকালও একইভাবে বিক্রি শেষে সন্ধ্যায় তিনি পীরের বাজার এলাকা দিয়ে ফিরছিলেন। বাজারের পশ্চিম পাশে আসামাত্রই কিছু ছিনতাইকারী নীপেশের পথরোধ করে এবং একপর্যায়ে তাঁর বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী গতকাল রাত ১২টায় প্রথম আলোকে বলেন, হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।

সম্পর্কিত নিবন্ধ