ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপগঞ্জ থানার ২০২৫-২৬ সালের কমিটি পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। 

রবিবার (২০ এপ্রিল) রূপগঞ্জ গাউছিয়া মার্কেটের তৃতীয় তলায় বিকাল তিনটায় শপথ বাক্য পাঠ করানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর কবির, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ জুবায়ের হোসেন।

মুফতি এমদাদুল্লাহ হাশেমীকে সভাপতি, মুফতি শিব্বির আহমেদকে সিনিয়র সহ-সভাপতি ও মাকসুদুল হাসানকে সেক্রেটারি করে ৩৫ সদস্য কমিটি ঘোষণা করা হয়। 

অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতিঃ মুফতী শিব্বির আহমাদ সহ-সভাপতিঃ কাজী শফিকুল ইসলাম ,সহ-সভাপতিঃ জনাব শফিকুল ইসলাম খোকন,জয়েন্টসেক্রেটারীঃ  মাওলানা আঃ সাত্তার ,এ্যাসিস্টেন্ট সেক্রেটারীঃ মুহাম্মাদ সোলাইমান মোল্লা, সাংগঠনিক সম্পদকঃ মুফতী ইয়াসিন মাদানী, প্রচার ও দাওয়াহ সম্পাদকঃ মাওলানা আবুল হাসানাত জালালী,দপ্তর সম্পাদকঃ মাষ্টার মুহাম্মদ আজিজুল হক,অর্থ ও প্রকাশনা সম্পাদকঃ মুহাম্মাদ আরিফ মীর। 

কমিটিতে আরো ছিলেন প্রশিক্ষন সম্পাদকঃ মাওলানা নুরুল আমিন,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদকঃ মুহাম্মাদ মেহেদী হাসান,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকঃ- মুহাম্মাদ আতাউর রহমান,সংখ্যালঘু বিষয়ক সম্পাদকঃ- মুহাম্মাদ রাশিদুল ইসলাম ,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদকঃ- মুহাম্মাদ শরীফ ভুইয়া,

সাস্হ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদকঃ- ওমর ফারুক গাজী,সহ- সাংগঠনিক সম্পাদকঃ হাফেজ কাউসার,সহ প্রচার সম্পাদকঃ মুহাম্মাদ হাবিবুর রহমান, সহ দপ্তর সম্পাদকঃ ডক্টর ফজলুল হক,সহ অর্থ ও কল্যানঃ মুহাম্মাদ আরিফ ভুইয়া,সহ প্রশিক্ষন সম্পাদকঃ-হাফেজ মাসুদ,

সদস্যঃ-হাজী হোসেন আলী,সদস্যঃ-মওলানা মনিরুজ্জামান ,সদস্যঃ- হাজী ফজলুল হক,সদস্যঃ- হাজী বিল্লাল হোসেন,সদস্যঃ- আবুল হাশেম,সদস্যঃ- মুহাম্মাদ সাদিকুর রহমান,সদস্যঃ- হাজী সানাউল্লাহ, সদস্যঃ- হাসান আলী মুন্সী,

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

কোনো কথা না বলেও অনেক কথা বললেন সুনেরাহ্

লিখনের মুখে কোনো কথা নেই। তবে চোখ আর অভিব্যক্তিতে হাজারও কথা। কথা বলতে না পারা চরিত্রটিকে কড়ায়–গন্ডায় পড়তে পেরেছেন দর্শক। চরিত্রটির নির্বাক চাহনিতে মুগ্ধ হয়েছেন দর্শক। পর্দা থেকে দর্শকের হৃদয়জুড়ে মায়া ছড়িয়েছেন লিখন; কখনো হাসিয়েছেন, কখনো ভাবিয়েছেন।

লিখন চরিত্রটিকে প্রাণ দিয়েছেন সুনেরাহ্। ক্যারিয়ারে প্রথমবার বাক্প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছেন, প্রথমবারই লেটার মার্ক নিয়ে উত্তীর্ণ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ লিখছেন, চরিত্রটির মায়ায় পড়ে গেছেন তাঁরা।

প্রস্তাবটা পাওয়ার পর ভাবতে সময় নেননি সুনেরাহ্। লিখনের জন্যই যেন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন তিনি, ‘ক্যারিয়ারে এমন কিছু চরিত্র করে যেতে চাই। ফলে ভাবতে সময় নিইনি। চলচ্চিত্রের গল্পটাও দারুণ।’

‘ন ডরাই’–এর কথা নিশ্চয়ই মনে আছে! চলচ্চিত্রে আয়েশা চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুনেরাহ্। ‘অন্তর্জাল’ চলচ্চিত্রে প্রিয়াম চরিত্রে অভিনয় করেছেন তিনি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’-তেও অভিনয় করেছেন। বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে নজর কেড়েছেন তিনি।

‘দাগি’ চলচ্চিত্রে বাক্‌প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ্

সম্পর্কিত নিবন্ধ