আদর্শ শিক্ষক ফেডারেশন’র ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
Published: 20th, April 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগরীর আদর্শ শিক্ষক ফেডারেশন উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল বিকাল) ৪ ঘটিকায় মাসদাইর নারায়ণগঞ্জ আদর্শ স্কুল মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্ভোবনী বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত মাওলানা মোঃ ওমর ফারুক।
ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক অধ্যাপক শেখ আব্দুল মালেক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে যে তাকওয়া অর্জন করেছি সে আলোকে আমাদের নিজের জীবন বাস্তবায়নের চেষ্টা করতে হবে। তিনি আরো বলেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের কাজ ই হচ্ছে আদর্শ শিক্ষক তৈরী করা।
শিক্ষাঙ্গনে নৈতিক অবক্ষয় রোধে আদর্শ শিক্ষকের বিকল্প নেই। বর্তমান শিক্ষক সমাজ তাদের বিভিন্ন অধিকার থেকেঅবহেলিত ও বঞ্চিত। তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে হলে দেশে ইসলামী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।
এজন্য যেসব প্রতিষ্ঠানে দাওয়াতি কাজ নেই সেসব প্রতিষ্ঠানে কমিটি করে দাওয়াত সম্প্রসারণ বেগবান করার আহ্বান জানান।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ডা.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স গঠন ন র য়ণগঞ জ ঈদ অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ঢাকা লুব অয়েল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
রূপগঞ্জে ঢাকা লুব অয়েল লিমিটেড নামে একটি কারাখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ও বৈদ্যুতিক মিটার খুলে ফেলেছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলার বানিয়াদি, মাসুমাবাদ এলাকায় দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ওই কারখানা বন্ধ করা হয়।
পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, পল্লী বিদ্যুৎ রূপগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক এ. এইচ. এম রাসেদ জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।