লুকোচুরি খেলছিল দুই শিশু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
Published: 20th, April 2025 GMT
পাশের বাড়িতে লুকোচুরি খেলছিল দুই শিশু হামিদা খাতুন (৮) ও সাইফা খাতুন (৭)। একপর্যায়ে তারা ফ্রিজের আড়ালে লুকাতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে দুজনেই মারা যায়। আজ রোববার বেলা দুইটার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন ও সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন। হামিদা খাতুন সাইফা খাতুনের ফুফাতো বোন। তাদের পাশাপাশি বাড়ি।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই বোন খেলতে খেলতে পাশের আকবর হোসেনের (কুব্বত) ছেলে মিলনের বাসায় যায়। সেখানে লুকোচুরি খেলার সময় এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি’
বাস্তব চরিত্রকে এবার পর্দায় ‘জীবন্ত’ করছেন বলিউড তারকা ইমরান হাশমি। তেজসপ্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। ২০০১ সালে নয়াদিল্লির লোকসভা কেন্দ্র ও গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এক অপারেশনকে ঘিরে এ ছবির কাহিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান এ ছবিকে ঘিরে তাঁর নিজের অভিজ্ঞতার কথা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ইমরান সংবাদ সম্মেলনে বলেন, ‘আসল সত্যি প্রকৃত ঘটনার চেয়ে ভয়ংকর—এই প্রবাদ এ ছবির গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। (নরেন্দ্রনাথ ধর) দুবেজির সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। ওনার চরিত্রেই আমি অভিনয় করছি। আমি ওনাকে বলেছিলাম যে এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি। ২০০৩ সালে অফিসাররা এই অপারেশন যেভাবে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছিলেন, তা এককথায় অবিশ্বাস্য ও অভূতপূর্ব।’
‘গ্রাউন্ড জিরো’ সিনেমা ইমরান। আইএমডিবি