১৯১ রানে অলআউট বাংলাদেশ। ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন হতাশা বাড়িয়েছে আরও। সবমিলিয়ে সিলেটে আজ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের কেটেছে খুবই বাজে। অথচ বাংলাদেশের এমন ব্যাটিংয়ের পর জিম্বাবুয়ে কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলেছে ৬৭ রান।

দিন শেষে জিম্বাবুয়ের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছেন এমন একজন, যাঁর অভিজ্ঞতা আছে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করারও। পুরোনো শিষ্যদের অনেকেই এখন নেই, তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের সম্পর্কে ধারণাটা এখনো পরিষ্কার জিম্বাবুয়ের বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের। ওই অভিজ্ঞতা কিছুটা হলেও কাজে এসেছে, তা স্বীকার করেছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।

বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে সংবাদ সম্মেলনে ল্যাঙ্গেভেল্ট বলেছেন, ‘আমি এটাকে মানসিক (এরর) সমস্যা বলব, এটা যেকোনো দলের ব্যাটিংয়েই হতে পারে।’ ব্লেসিং মুজারাবানির শর্ট বলে তুলে মারতে গিয়ে নাজমুল হোসেনের আউট হওয়ার উদাহরণও টেনেছেন তিনি, ‘মুজারাবানি ক্রস সিমে বল করছিল, যেটা একটু বেশি বাউন্স করেছে। এটা তাঁর (নাজমুলের) রান করার জায়গা, কখনো কখনো এমন হতেই পারে।’

আরও পড়ুনজিম্বাবুয়ের বিপক্ষেও এই দশা: কী বলবেন নাজমুল–মুশফিকরা৩ ঘণ্টা আগে

২ উইকেটে ৮৪ রান—দিনের প্রথম সেশন খুব একটা মন্দ কাটেনি বাংলাদেশের। পরের দেড় সেশনেই ৮ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। বাংলাদেশের এমন দিনে ১২৪ রানে এগিয়ে থাকা জিম্বাবুয়ের জন্য বেশ স্বস্তিরই।

জিম্বাবুয়ের বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি’

বাস্তব চরিত্রকে এবার পর্দায় ‘জীবন্ত’ করছেন বলিউড তারকা ইমরান হাশমি। তেজসপ্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। ২০০১ সালে নয়াদিল্লির লোকসভা কেন্দ্র ও গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এক অপারেশনকে ঘিরে এ ছবির কাহিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান এ ছবিকে ঘিরে তাঁর নিজের অভিজ্ঞতার কথা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

ইমরান সংবাদ সম্মেলনে বলেন, ‘আসল সত্যি প্রকৃত ঘটনার চেয়ে ভয়ংকর—এই প্রবাদ এ ছবির গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। (নরেন্দ্রনাথ ধর) দুবেজির সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। ওনার চরিত্রেই আমি অভিনয় করছি। আমি ওনাকে বলেছিলাম যে এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি। ২০০৩ সালে অফিসাররা এই অপারেশন যেভাবে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছিলেন, তা এককথায় অবিশ্বাস্য ও অভূতপূর্ব।’

‘গ্রাউন্ড জিরো’ সিনেমা ইমরান। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ