জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কাদেরকে দ্রুত গ্রেপ্তা‌রের দা‌বি‌তে মানববন্ধন ক‌রে‌ছেন জাতীয় পা‌র্টির এক অং‌শের নেতাকর্মীরা।

রবিবার (২০ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে পার্টির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন ক‌রেন। এ সময় তা‌দের হা‌তে জিএম কা‌দে‌রের বিরু‌দ্ধে নানা শ্লোগান সম্বলিত ব‌্যানার ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে বক্তারা জিএম কা‌দের‌কে ‘সু‌বিধা‌ভোগী আওয়ামী ফ‌্যসিস্টের দোসর’ উল্লেখ ক‌রে ব‌লেন, “জিএম কা‌দের সরকা‌রি সু‌বিধা নি‌য়ে আওয়ামী লী‌গের কা‌ছে শুধু জাতীয় পা‌র্টি‌কে বি‌ক্রি ক‌রে‌নি, নেতাকর্মী‌দের ম‌নোনয়নও বি‌ক্রি ক‌রে কো‌টি কো‌টি টাকা কা‌মি‌য়ে‌ছেন। বিগত নির্বাচ‌নে তার প্রত‌্যক্ষ মদ‌দে আওয়ামী লীগ নির্বাচন করার বৈধতা পায়, আর এ কার‌ণে বি‌রোধীদ‌লের নেতা, উপ‌নেতাসহ সব ধর‌নের সরকা‌রি সু‌বিধা উপহার হি‌সে‌বে পে‌য়ে‌ছেন। আওয়ামী লী‌গের পত‌নের আগ মুহূর্ত পর্যন্ত তি‌নি সংসদ থে‌কে পদতাগ ক‌রেন‌নি বরং সংসদ বিলুপ্ত হওয়া পর্যন্ত বি‌রোধী‌নেতার সু‌বিধা  ভোগ ক‌রে ‌তি‌নি যে ফ‌্যসিস্টের দোসর ছি‌লেন তা প্রমাণ ক‌রে‌ছেন।”

আরো পড়ুন:

জিএম কাদেরকে গ্রেপ্তার দাবি রওশন গ্রুপের

আ.

লীগ নিষিদ্ধের প্রসঙ্গে যা বললেন জিএম কাদের

মানববন্ধনে জাপা নেতারা ব‌লেন, “জাতীয় পা‌র্টি হু‌সেইন মুহম্মদ এরশা‌দের হা‌তেগড়া সন্তান। যা সা‌বেক রাষ্ট্রপ‌তির অসুস্থতার সুযোগে চেয়ারম‌্যা‌নের পদ দখল ক‌রে ম‌নোনয়ন বা‌ণিজ‌্য, ফ‌্যা‌সিস্ট সরকা‌রের স‌ঙ্গে মি‌লে‌ দুর্নী‌তি ও নানা অপকর্ম ক‌রে জিএম কা‌দের নিজ হা‌তে এই সন্তান‌কে হত‌্যা ক‌রে‌ছেন। আমরা  পা‌র্টির নেতাকর্মীরা তার কবল থে‌কে জাতীয় পা‌র্টির মু‌ক্তি চাই। সততার আড়া‌লে ভণ্ড রাজনী‌তিক জিএম কা‌দেরের শা‌স্তি চাই।”

তারা ব‌লেন, “দুর্নী‌তিবাজ জিএম কা‌দের ও তার স্ত্রী শে‌রিফা কা‌দেরের বিরু‌দ্ধে দুর্নী‌তির অনুসন্ধান চল‌ছে। তাছাড়া জিএম কা‌দের ফ‌্যসি‌স্টের দোসর হি‌সে‌বে একা‌ধিক হত‌্যা মামলারও আসা‌মি। এসব মামলায় আসামিরা জে‌লে থাক‌লেও ঘু‌রে বেড়া‌চ্ছেন তি‌নি। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও দুদকের প্রতি অবিলম্বে জি এম কাদেরকে গ্রেপ্তা‌রের দা‌বি জানা‌চ্ছি।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম খুশু, তথ্য ও গবেষণা সম্পাদক ইদ্রিস আলীসহ ঢাকা মহানগর ও অঙ্গ সংগঠনের নেতারা।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ এম ক দ র এম ক দ র ন ত কর ম জ এম ক আওয় ম

এছাড়াও পড়ুন:

সারা দেশে সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ 

ছয় দফা দাবিতে আজ রোববার সারা দেশে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ সমাবেশ হবে।

গতকাল শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। মানববন্ধন শেষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের নামফলক লাল কাপড়ে ঢেকে দেন আন্দোলনকারীরা। গতকাল তাঁদের কর্মসূচি ছিল ‘রাইজ ইন রেড’। কর্মসূচি পালনকালে আন্দোলনকারীরা ‘মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার’, ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’, ‘ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব দাও’ এমন বিভিন্ন স্লোগান দেন।

কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম মানববন্ধনে বলেন, আগামীকাল (রোববার) মহাসমাবেশের মাধ্যমে পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবি বাস্তবায়নে চূড়ান্ত সময়সীমা ঘোষণা করবেন।

গত বুধবার ছয় দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। সড়ক আটকে রাখায় তীব্র যানজটে পড়ে দিনভর ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। পরে তাঁরা সারা দেশে বৃহস্পতিবার ‘রেল ব্লকেড’ বা রেলপথ অবরোধ করার ঘোষণা দেন। পরে অবশ্য রেল ব্লকেড কর্মসূচি শিথিল করা হয়।

বৃহস্পতিবার শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের বৈঠক হয়, কিন্তু তাতে শিক্ষার্থীরা সন্তুষ্ট হননি। এ অবস্থায় তাঁরা আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রসঙ্গত, পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

ঢাকার বাইরে বিক্ষোভ সমাবেশ

গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টায় শহরের শিববাড়ী মোড়ে শিমুলতলী-শিববাড়ী সড়ক অবরোধ করে তাঁরা এ কর্মসূচি করেন। সকাল ১০টার দিকে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নগরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। মিছিলটি বেলা সাড়ে ১১টার দিকে শিববাড়ী মোড়ে পৌঁছালে তাঁরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশ শেষ করে তাঁরা ফিরে যান।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকায় অবস্থিত ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে‌ কর্মসূচি পালিত হয়। ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে রাস্তায় মানববন্ধন পালন করা হয় ও মানববন্ধন–পরবর্তী প্রতিষ্ঠানের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।

গতকাল বেলা একটার দিকে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরের চৌমাথা এলাকায় এসে জড়ো হন। সেখান ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ করেন তাঁরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দাবির পক্ষে অবস্থান নেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দাবি আদায় না করে রাজপথ ছাড়ব না।’ বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলেন, ‘আমরা এই হামলাকারীদের বিচার চাই।’

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদকপ্রতিনিধিরা]

সম্পর্কিত নিবন্ধ

  • ট্রাইব্যুনালে ছয় দাবিতে স্মারকলিপি মায়ের ডাকের
  • ৫ দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন
  • বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ
  • হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • আমরা আর কত অপেক্ষা করব, প্রশ্ন গুম হওয়া বাবার সন্তানের
  • গুম-খুনে জড়িতদের বিচারের দাবিতে ‘মায়ের ডাক’র মানববন্ধন
  • পদ্মার বালু উত্তোলন ঘিরে নড়িয়ায় বিএনপির দুই পক্ষ মুখোমুখি
  • সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
  • সারা দেশে সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ