কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে শুভসূচনা  করেছিল বাংলাদেশ। জাকার্তায় আজ স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৩-২গোলে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে টুর্নামেন্টের টানা চারবারের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ জয়সূচক গোলটি পেয়েছে ম্যাচ শেষ হওয়ার ২১ সেকেন্ড আগে। ড্র করতে করতে শেষ পর্যন্ত ফজলে রাব্বির ফিল্ড গোলে স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে মামুন উর রশিদের দল।

প্রথম কোয়ার্টারে গোল পায়নি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে ওবায়দুল হোসেনের ফিল্ড গোলের পর গত ম্যাচের সেরা খেলোয়াড় সোহানুর রহমানের পেনাল্টি কর্নার গোলে হয় ২-০।

আরও পড়ুনদুই ভাইয়ের ঘুমে জাগরণে শুধুই হকি০৮ এপ্রিল ২০২৫

পরপরই ৪ মিনিটের ব্যবধানে দুটি ফিল্ড গোল করে ম্যাচে ফিরে আসে ইন্দোনেশিয়া। এ সময় বাংলাদেশকে ভালোই চোখ রাঙাচ্ছিল স্বাগতিক দল, যারা শক্তিতে অনেকটা পিছিয়ে। কিন্তু তৃতীয় গোলটা আর গোল পাচ্ছিল না বাংলাদেশ। তাই শঙ্কা জাগে ড্রয়ের।

ম্যাচসেরার পুরস্কার হাতে বাংলাদেশের ওবায়দুল হোসেন (মাঝে).

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি’

বাস্তব চরিত্রকে এবার পর্দায় ‘জীবন্ত’ করছেন বলিউড তারকা ইমরান হাশমি। তেজসপ্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। ২০০১ সালে নয়াদিল্লির লোকসভা কেন্দ্র ও গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এক অপারেশনকে ঘিরে এ ছবির কাহিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান এ ছবিকে ঘিরে তাঁর নিজের অভিজ্ঞতার কথা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

ইমরান সংবাদ সম্মেলনে বলেন, ‘আসল সত্যি প্রকৃত ঘটনার চেয়ে ভয়ংকর—এই প্রবাদ এ ছবির গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। (নরেন্দ্রনাথ ধর) দুবেজির সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। ওনার চরিত্রেই আমি অভিনয় করছি। আমি ওনাকে বলেছিলাম যে এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি। ২০০৩ সালে অফিসাররা এই অপারেশন যেভাবে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছিলেন, তা এককথায় অবিশ্বাস্য ও অভূতপূর্ব।’

‘গ্রাউন্ড জিরো’ সিনেমা ইমরান। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ