আম্পায়ারের খেলা শেষের বাঁশি বাজতে বাকি ৩০ সেকেন্ড। ড্রকে ম্যাচের সম্ভাব্য ফল মনে করেছেন সবাই। ২০ সেকেন্ডের কিছু বেশি বাকি থাকতেই ফজলে রাব্বির হিট চলে যায় ইন্দোনেশিয়ার জালে। এতে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ দল। স্বাগতিক ইন্দোনেশিয়াকে হতাশ করে দারুণ এক জয় পেল লাল-সবুজের জার্সিধারীরা। 

আজ রোববার জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপ হকির পুল ‘বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-২ গোলে হারিয়েছে মামুনুর রশিদের দল। প্রথম ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৫-১ গোলে জিতেছিল বাংলাদেশ। মঙ্গলবার থাইল্যান্ডের বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। 

রোববার ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি পুস্কর খিসা মিমো-আশরাফুল ইসলামদের জন্য ছিল আবেগের। বাংলাদেশেরই সাবেক কোচ গোপীনাথন কৃষ্ণমূর্তি ছিলেন ইন্দোনেশিয়ার ডাগ আউটে। সাবেক কোচের মুখোমুখি হওয়া ফরহাদ শিতুল-রাকিবুল হাসানরা দারুণ পারফরম্যান্স দেখান। ম্যাচের ২৮ মিনিটের মধ্যে দুই গোল করে বাংলাদেশ। ২৫ মিনিটে ওবায়দুল জয়ের ফিল্ড গোলে লিড নেয় লাল-সবুজের জার্সিধারীরা। ২ মিনিট পর সোহানুর রহমান সবুজের পেনাল্টি কর্নারে ব্যবধান ২-০তে নিয়ে যায় বাংলাদেশ। এরপর পিছিয়ে পড়া ইন্দোনেশিয়া দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ৩০ মিনিটে আলফান্ডির ফিল্ড গোলে ব্যবধান কমায় তারা। ৩৪ মিনিটে দলকে সমতায় ফেরান আকমল। ড্র হতে যাওয়া ম্যাচে শেষ চমক দেখান ফজলে রাব্বি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হক ইন দ ন শ য়

এছাড়াও পড়ুন:

হাজারো আফগানকে বহিষ্কার পাকিস্তানের

পাকিস্তান চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে দেশে ফেরত পাঠিয়েছে। ৩০ এপ্রিল সময়সীমার আগেই ৮০ হাজারের বেশি আফগান পাকিস্তান ছেড়েছে; এরাও তাদের মধ্যে আছে বলে জাতিসংঘ জানিয়েছে।

নথিবিহীন আফগান ও যাদের অবস্থান করার অস্থায়ী অনুমতি ছিল, তাদের বহিষ্কার করার পদক্ষেপ জোরদার করেছে ইসলামাবাদ। অতিরিক্ত শরণার্থীর চাপ তারা আর বহন করতে পারছে না বলে ইসলামাবাদ জানিয়েছে। তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদিন ৭০০ থেকে ৮০০ পরিবারকে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান।

আগামী কয়েক মাসের মধ্যে ২০ লাখ আফগান শরণার্থীকে ফেরত পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে। তালেবান কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শনিবার কাবুল যান। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির কান মুত্তাকি শরণার্থী আফগানদের ফেরত পাঠানোর ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন। রয়টার্স।

সম্পর্কিত নিবন্ধ