দল নিবন্ধনে আবেদনের সময়সীমা বাড়ল
Published: 20th, April 2025 GMT
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আবেদন করার সুযোগ দিতে ২২ জুন পর্যন্ত সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার আবেদন জমা দেওয়ার শেষ দিনে দুই মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি জানিয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, এখন পর্যন্ত ৭টি দল নিবন্ধনের জন্য আর ২০টি দল নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। এ পরিপ্রেক্ষিতে আগামী ২২ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। বিদ্যমান আইন বিধি অনুযায়ী, এই সময়ের মধ্যে আবেদন করতে হবে।
রোববার বিকেল ৫টার পর সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সার্বিক বিষয় বিবেচনা করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
নিবন্ধনের আবেদন ও সময় বাড়ানোর দাবি নিয়ে অন্তত তিন ডজন আবেদন নির্বাচন কমিশনে জমা পড়েছে।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে নিবন্ধন আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর আবেদন করে চিঠি দেওয়া হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সময় ব ড় ন
এছাড়াও পড়ুন:
‘এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি’
বাস্তব চরিত্রকে এবার পর্দায় ‘জীবন্ত’ করছেন বলিউড তারকা ইমরান হাশমি। তেজসপ্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। ২০০১ সালে নয়াদিল্লির লোকসভা কেন্দ্র ও গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এক অপারেশনকে ঘিরে এ ছবির কাহিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান এ ছবিকে ঘিরে তাঁর নিজের অভিজ্ঞতার কথা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ইমরান সংবাদ সম্মেলনে বলেন, ‘আসল সত্যি প্রকৃত ঘটনার চেয়ে ভয়ংকর—এই প্রবাদ এ ছবির গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। (নরেন্দ্রনাথ ধর) দুবেজির সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। ওনার চরিত্রেই আমি অভিনয় করছি। আমি ওনাকে বলেছিলাম যে এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি। ২০০৩ সালে অফিসাররা এই অপারেশন যেভাবে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছিলেন, তা এককথায় অবিশ্বাস্য ও অভূতপূর্ব।’
‘গ্রাউন্ড জিরো’ সিনেমা ইমরান। আইএমডিবি