আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আজ রোববার সন্ধ্যায় পুলিশি অভিযানের পর সন্ধ্যায় ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শহরের পুরাতন কসবা কাঁঠালতলা মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ফিরবে বীরের বেশে’ স্লোগান দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি ইজিবাইকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলটি বের করেন। মিছিলটি উপশহর বাবলাতলা ব্রিজের কাছ থেকে ঘুরে ফের কাঁঠালতলা মোড়ের দিকে চলে যায়। মিছিলে থাকা নেতাকর্মীরা সব বাইরের এলাকা থেকে এসে যোগ দিয়েছেন। তাদের স্থানীয়রা কেউ চিনতে পারেননি।

তবে মিছিলের বিষয়টি স্বীকার করছে না জেলা পুলিশের কোনো পর্যায়ের কর্মকর্তা। পুলিশ সুপার রওনক জাহান সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের মিছিলের কোনো খবর তাদের জানা নেই।

উল্লেখ্য, রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শাহীন চাকলাদারসহ দলটির বেশ কয়েকজন নেতার বাড়িতে পুলিশ অভিযান চালায়। তবে এতে কেউ আটক হয়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: যশ র আওয় ম ল গ

এছাড়াও পড়ুন:

‘এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি’

বাস্তব চরিত্রকে এবার পর্দায় ‘জীবন্ত’ করছেন বলিউড তারকা ইমরান হাশমি। তেজসপ্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। ২০০১ সালে নয়াদিল্লির লোকসভা কেন্দ্র ও গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এক অপারেশনকে ঘিরে এ ছবির কাহিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান এ ছবিকে ঘিরে তাঁর নিজের অভিজ্ঞতার কথা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

ইমরান সংবাদ সম্মেলনে বলেন, ‘আসল সত্যি প্রকৃত ঘটনার চেয়ে ভয়ংকর—এই প্রবাদ এ ছবির গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। (নরেন্দ্রনাথ ধর) দুবেজির সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। ওনার চরিত্রেই আমি অভিনয় করছি। আমি ওনাকে বলেছিলাম যে এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি। ২০০৩ সালে অফিসাররা এই অপারেশন যেভাবে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছিলেন, তা এককথায় অবিশ্বাস্য ও অভূতপূর্ব।’

‘গ্রাউন্ড জিরো’ সিনেমা ইমরান। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ