মাঠের রাস্তায় জামাই-শাশুড়ির বেড়া, বিপদে দুই গ্রামের কৃষক
Published: 20th, April 2025 GMT
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামে মাঠের রাস্তায় বাঁশের বেড়া দেওয়ায় প্রায় দেড় হাজার কৃষক তাদের আবাদি জমিতে যেতে পারছেন না। এতে চলতি মৌসুমে মাঠের প্রায় ১ হাজার বিঘা জমির ধান বাড়িতে আনা নিয়ে সমস্যায় পড়েছেন দুই গ্রামের কৃষক।
রাস্তার জমি নিজেদের দাবি করে গত বুধবার ওই গ্রামের মৃত ইসহাক আলীর স্ত্রী ফাহিমা খাতুন ও তাঁর জামাতা আক্তারুল ইসলাম বেড়া দেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার উপজেলার সুবিদপুর ও মোল্লাকুয়া গ্রামের শতাধিক কৃষক রাস্তায় দেওয়া বাঁশের বেড়ার সামনে এসে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
জানা গেছে, ৪০ বছর আগে সুবিদপুর গ্রামের মৃত ইসহাক আলী মণ্ডলের পরিবার মাঠ থেকে কৃষকদের ফসল আনার সুবিধার্থে দুই শতক জমি রাস্তার জন্য দান করেন। কিন্তু ১৯৯০ সালে জরিপে ভুলবশত মৃত ইসহাক আলী মণ্ডলের নামে ওই জমি রেকর্ড হয়ে যায়। ওই জমিতে মালিকানা দাবি করে গত বুধবার ইসহাক আলীর স্ত্রী ফাহিমা খাতুন ও তাঁর জামাতা আক্তারুল ইসলাম বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেন।
সুবিদপুর গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস জানান, গ্রামের কৃষকরা দীর্ঘদিন ধরে ওই রাস্তাটি ব্যবহার করে আসছে। কিন্তু হঠাৎ করেই ফাহিমা খাতুন ও তাঁর জামাতা আক্তারুল রাস্তাটি বেড়া দিয়ে ঘিরে দেন। এতে কৃষকরা মাঠের ধান কেটে বাড়িতে নিয়ে যেতে পারছেন না।
এ বিষয়ে বক্তব্য জানতে ফাহিমা খাতুনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁর মেয়ে মুক্তি বেগম ফোন ধরেন। তিনি বলেন, ‘গ্রামের মানুষ আমিন এনে রাস্তা মেপেছে। এ সময়ে গ্রামের লোকজন এবং স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। পরিমাপে জায়গাটি তাদের নিশ্চিত হয়েই সেখানে বেড়া দিয়েছেন।’
স্থানীয় ইউপি সদস্য জসীম উদ্দীন বলেন, গ্রামবাসীর সঙ্গে আলাপ-আলোচনা করেই ফাহিমা খাতুন তাঁর জমিতে বেড়া দিয়েছে। এখন কিছু লোক বিষয়টি নিয়ে মাতামাতি করছে। রাজনৈতিক সমস্যায় এমনটি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। ওই ইউনিয়নের প্রশাসকের সহায়তায় সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন তিনি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম বলেন, ঘটনা জেনে তিনি ওই গ্রামের লোকজনকে খবর পাঠিয়েছেন। বিষয়টি দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি’
বাস্তব চরিত্রকে এবার পর্দায় ‘জীবন্ত’ করছেন বলিউড তারকা ইমরান হাশমি। তেজসপ্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। ২০০১ সালে নয়াদিল্লির লোকসভা কেন্দ্র ও গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এক অপারেশনকে ঘিরে এ ছবির কাহিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান এ ছবিকে ঘিরে তাঁর নিজের অভিজ্ঞতার কথা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ইমরান সংবাদ সম্মেলনে বলেন, ‘আসল সত্যি প্রকৃত ঘটনার চেয়ে ভয়ংকর—এই প্রবাদ এ ছবির গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। (নরেন্দ্রনাথ ধর) দুবেজির সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। ওনার চরিত্রেই আমি অভিনয় করছি। আমি ওনাকে বলেছিলাম যে এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি। ২০০৩ সালে অফিসাররা এই অপারেশন যেভাবে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছিলেন, তা এককথায় অবিশ্বাস্য ও অভূতপূর্ব।’
‘গ্রাউন্ড জিরো’ সিনেমা ইমরান। আইএমডিবি