রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ রোববার তাঁদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি মো.

হারুনুর রশিদ (৫৫), যাত্রাবাড়ী থানার ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর ইসলাম, ছাত্রলীগের কর্মী মো. জনি (২৮) ও মো. বিল্লাল (২৩) এবং যুবলীগের কর্মী মো. করিম (৪০)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, আজ সকাল পৌনে সাতটার দিকে যাত্রাবাড়ী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের মৃধাবাড়ি এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১৬ থেকে ১৭ জন সদস্য একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় পুলিশের টহল দল তাঁদের ধাওয়া করে। সেখান থেকে মো. হারুনুর রশিদ ও মো. জাহিদুর ইসলামকে আটক করা হয়। অন্যরা দৌড়ে পালিয়ে যান।

অন্যদিকে শাহবাগ থানা সূত্রে জানা গেছে, আজ ভোর ছয়টার দিকে শাহবাগ মোড়ে যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২০ থেকে ৩০ জন কর্মী ঝটিকা মিছিল করার চেষ্টা করেন। থানার টহল দল তাৎক্ষণিকভাবে ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে যুবলীগ কর্মী মো. করিম ও ছাত্রলীগ কর্মী মো. জনিকে আটক করা হয়।

পুলিশ বলছে, আটক ব্যক্তিরা আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তাঁরা নানাভাবে সংঘবব্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ হব গ য বল গ

এছাড়াও পড়ুন:

‘এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি’

বাস্তব চরিত্রকে এবার পর্দায় ‘জীবন্ত’ করছেন বলিউড তারকা ইমরান হাশমি। তেজসপ্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। ২০০১ সালে নয়াদিল্লির লোকসভা কেন্দ্র ও গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এক অপারেশনকে ঘিরে এ ছবির কাহিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান এ ছবিকে ঘিরে তাঁর নিজের অভিজ্ঞতার কথা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

ইমরান সংবাদ সম্মেলনে বলেন, ‘আসল সত্যি প্রকৃত ঘটনার চেয়ে ভয়ংকর—এই প্রবাদ এ ছবির গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। (নরেন্দ্রনাথ ধর) দুবেজির সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। ওনার চরিত্রেই আমি অভিনয় করছি। আমি ওনাকে বলেছিলাম যে এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি। ২০০৩ সালে অফিসাররা এই অপারেশন যেভাবে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছিলেন, তা এককথায় অবিশ্বাস্য ও অভূতপূর্ব।’

‘গ্রাউন্ড জিরো’ সিনেমা ইমরান। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ