দোকানভাড়া পাঁচ গুণ বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের ‘কমপ্লিট শাটডাউন’
Published: 20th, April 2025 GMT
জয়পুরহাট পৌরসভার মালিকানাধীন বিপণিবিতানগুলোর দোকানের ভাড়া একলাফে পাঁচ গুণ বাড়ানোর প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। আজ রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিন ঘণ্টা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে অবস্থান করে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পৌরসভার পাঁচটি মার্কেটের পাঁচ শতাধিক ভাড়াটে দোকানির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন।
কর্মসূচিতে অংশ নেওয়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, জয়পুরহাট পৌরসভার মালিকানাধীন পাঁচটি মার্কেট রয়েছে। এ পাঁচটি মার্কেটের পাঁচ শতাধিক দোকান ভাড়া নিয়ে তাঁরা ব্যবসা পরিচালনা করে আসছেন। তাঁরা পৌরসভার নির্ধারিত প্রতি বর্গফুট চার ও পাঁচ টাকা হারে ভাড়া পরিশোধ করছিলেন। পৌরসভা কর্তৃপক্ষ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রতি বর্গফুটে দোকানভাড়া ৪ ও ৫ টাকা থেকে বাড়িয়ে ২০ ও ২৫ টাকা নির্ধারণ করে। তাঁরা পৌরসভা কর্তৃপক্ষের কাছে যৌক্তিক ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে অটল রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার পূর্ববাজার, মাছুয়া বাজার, নতুন পাঁচুর মোড়ের পৌর মার্কেট ও বাস টার্মিনালের দোকানিরা দোকান বন্ধ রেখে শহীদ ডা.
জয়পুরহাট পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার মালিকানাধীন মার্কেটগুলোয় প্রতি তিন বছর পর ভাড়া বাড়ানোর নিয়ম রয়েছে। তবে ২০১৬ সালের পর থেকে দীর্ঘদিন ধরে কোনো ভাড়া বৃদ্ধি করেনি। ছাত্র–জনতার অভ্যুত্থানের পর সারা দেশে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে সরকার প্রশাসক নিয়োগ দেয়। পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে পৌর প্রশাসক গত ফেব্রুয়ারিতে প্রতি বর্গফুট দোকানভাড়া ২০ ও ২৫ টাকা নির্ধারণ করে। দোকানিদের আপত্তির কারণে প্রতি বর্গফুট ২০ টাকা নির্ধারণ করা হয়। দোকানিরা ওই ভাড়াতেও আপত্তি জানিয়েছেন।
পৌর মার্কেট ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বলেন, এমনিতে ব্যবসা–বাণিজ্য খুব ভালো যাচ্ছে না। হঠাৎ পৌরসভা কর্তৃপক্ষ একলাফে দোকানভাড়া প্রতি বর্গফুটে পাঁচ গুণ বাড়িয়েছে। এটা অযৌক্তিক সিদ্ধান্ত। অযৌক্তিক ভাড়া বৃদ্ধির দাবিতে তাঁরা দোকান বন্ধ রেখে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন।
জয়পুরহাট পৌরসভা নিয়ন্ত্রণাধীন সব মার্কেট ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ কবির প্রথম আলোকে বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই এভাবে ভাড়া বাড়ানো অযৌক্তিক। আমরা যৌক্তিক ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছি। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি।’
জয়পুরহাটের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক মো. সবুর আলী প্রথম আলোকে বলেন, তিন বছর পর ভাড়া বাড়ানোর নিয়ম আছে। ২০১৬ সাল থেকে কোনো ভাড়া বাড়ানো হয়নি। ভাড়া বৃদ্ধির জন্য কমিটি করা হয়েছিল। সেই কমিটির সুপারিশে ভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু নিয়মানুযায়ী ভাড়া বাড়েনি। ভাড়া বৃদ্ধি নিয়ে দোকানিরা আপত্তি জানিয়েছেন। এ নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করা হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ম রকল প প রসভ র ম ব যবস য়
এছাড়াও পড়ুন:
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের তীব্র নিন্দা
সুদানে জাতিসংঘের এক ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর লজিস্টিক ঘাঁটি লক্ষ্য করে নৃশংস ড্রোন হামলার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।’
সুদানের কোরদোফান অঞ্চলের কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘের ভবনটিতে গতকাল শনিবার এ হামলা হয়।
গুতেরেসের বিবৃতিতে বলা হয়, হামলায় আরও আট শান্তিরক্ষী আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের সবাই বাংলাদেশের নাগরিক। তাঁরা ইউএন ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেইয়ের (ইউএনআইএসএফএ) হয়ে দায়িত্বরত ছিলেন।
গুতেরেস বলেন, ‘দক্ষিণ কোরদোফানে আজ (শনিবার) শান্তিরক্ষীদের ওপর যে হামলা হয়েছে, তা অগ্রহণযোগ্য। এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
হামলায় নিহত শান্তিরক্ষীদের সবাই বাংলাদেশি। তাঁরা ইউএন ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেইয়ের (ইউএনআইএসএফএ) হয়ে দায়িত্বরত ছিলেন। হামলায় আরও আট শান্তিরক্ষী আহত হয়েছেন।সুদানের সেনাবাহিনী ওই হামলার দায় র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামে দেশটির আধা সামরিক বাহিনীর ওপর চাপিয়েছে।
সুদানে দুই বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। দেশটির সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে এ লড়াই চলছে।
আরএসএফ তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এ হামলা বিদ্রোহী মিলিশিয়া এবং এর পেছনে যাঁরা আছেন, তাঁদের ধ্বংসাত্মক কৌশলের স্পষ্ট প্রকাশ।
সুদান সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে একটি স্থান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যাচ্ছে। তারা বলেছে, এটি জাতিসংঘের স্থাপনা।
বাংলাদেশি শান্তিরক্ষী হতাহত হওয়ার এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
দক্ষিণ কোরদোফানে আজ (শনিবার) শান্তিরক্ষীদের ওপর যে হামলা হয়েছে, তা অগ্রহণযোগ্য। এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।.আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ মহাসচিবযেখানে হামলা হয়েছে, সেই তেলসমৃদ্ধ অঞ্চল আবেই নিয়ে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিরোধ রয়েছে। ২০১১ সালে সুদান থেকে আলাদা হয়ে দক্ষিণ সুদান একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এর পর থেকে সেখানে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন মোতায়েন রয়েছে।
দুই দেশের সীমান্তে অবস্থিত আবেই বিশেষ প্রশাসনিক মর্যাদার অঞ্চল।
সুদানের আবেই অঞ্চলে একটি সড়কে দায়িত্ব পালন করছেন জাতিসংঘের একজন শান্তিরক্ষী