বার্সেলোনার রোমাঞ্চকর জয়ের পর অস্বস্তির চোট সংবাদ
Published: 20th, April 2025 GMT
লা লিগার উত্তেজনাপূর্ণ ম্যাচে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নিয়েছে বার্সেলোনা। শনিবার (১৯ এপ্রিল) রাতে ক্যাম্প ন্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে কাতালান ক্লাবটি। এই জয় তাদের শীর্ষস্থান আরও মজবুত করলেও ম্যাচ শেষে এসেছে দুঃসংবাদও।
দলীয় এই সাফল্যের মাঝে উদ্বেগ ছড়িয়েছে রবার্ট লেভানডভস্কির ইনজুরি। ম্যাচের ৭৭ মিনিটে বাঁ পায়ের ঊরুর পেছনের অংশে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই পোলিশ স্ট্রাইকার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার চোটটি হ্যামস্ট্রিংয়ের, যার কারণে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
সেক্ষেত্রে লেভানডভস্কিকে মিস করতে হতে পারে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আসন্ন কোপা দেল রে ফাইনাল এবং ইন্টার মিলানের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ। আর নিশ্চিতভাবে পরবর্তী ম্যাচে মায়োর্কার বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তার।
আরো পড়ুন:
৩-১ এ পিছিয়ে পড়েও বার্সার ধ্রুপদী জয়
ইয়ামালকে নিয়ে মেসি: সে এখনই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন
বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, “রবার্টের এমআরআই আগামীকাল করানো হবে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
বর্তমান মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ৩৬ বছর বয়সী লেভানডভস্কি এখন পর্যন্ত ৪৮ ম্যাচে ৪০ গোল করেছেন, যার মধ্যে ১১টি এসেছে চ্যাম্পিয়নস লিগে। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে এমন এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি বার্সেলোনার জন্য নিঃসন্দেহে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
লা লিগায় এখন পর্যন্ত বার্সেলোনা ৩২ ম্যাচে ২৩ জয়, ৪ ড্র ও ৫ হারে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্টে রয়েছে দ্বিতীয় স্থানে। তবে ১১ মে’র এল ক্লাসিকোই হয়তো নির্ধারণ করে দেবে কে জিতবে এবারকার লা লিগা শিরোপা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মায়ের পিস্তল দিয়ে বিশ্ববিদ্যালয়ে গুলি চালাল যুবক, নিহত ২
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে (এফএসইউ) বন্দুকধারীর গুলিতে দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টা বেজে ৫০ মিনিটে স্থানীয় ডেপুটি শেরিফের সন্তান তার মায়ের পিস্তল ব্যবহার করে এ হামলা চালায়।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
ফ্লোরিডা অঙ্গরাজ্যের রাজধানী তালাহাসি লিওন কাউন্টির শেরিফ ওয়াল্টার ম্যাকনিল বলেন, অভিযুক্ত বন্দুকধারী ২০ বছর বয়সী এক তরুণ। তিনি ডেপুটি শেরিফের ছেলে ফিনিক্স আইকনার। ঘটনাস্থল থেকে যে সব বন্দুক উদ্ধার করা হয়েছে, সেগুলোর মধ্যে একটি ওই কর্মকর্তার।
পুলিশ জানায়, হামলার সময় আইকনারের ওপর পুলিশ পাল্টা হামলা চালালে তিনি আহত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লিওন কাউন্টি শেরিফ বলেন, হামলার কারণ এখনও জানা যায়নি। আইকনার এই হামলায় তার মায়ের পিস্তল ব্যবহার করে, যেটি একসময় তার মা আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তা হিসেবে কর্মক্ষেত্রে ব্যবহার করতেন। পরবর্তীতে তিনি এটি কিনে নেন এবং তা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রে পরিণত হয়।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ বাহিনীর প্রধান জেসন ট্রামবাওয়ার জানান, ধারণা করা হচ্ছে, ফিনিক্স আইকনার (২০) ফ্লোরিডা অঙ্গরাজ্যের রাজধানী তালাহাসিতে অবস্থিত এফএসইউর শিক্ষার্থী।
পুলিশ জানায়, নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।
কর্তৃপক্ষের বিশ্বাস, আইকনার পিস্তলের পাশাপাশি একটি শটগানও নিয়ে এসেছিলেন। তবে ওই শটগান হামলায় ব্যবহার হয়েছে কী না, তা এখনো নিশ্চিত নয়।