রাজধানীর ওয়ারীতে ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
Published: 20th, April 2025 GMT
রাজধানীর ওয়ারী হিয়ার স্ট্রিট এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে ওয়ারীর জমজম টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাটের খাটের ওপর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুজন হলেন মো. মুহিদ (৩২) ও তাঁর স্ত্রী আইরিন আক্তার (৩০)। পুলিশের ধারণা, স্বামীর মৃত্যুর পর আত্মহত্যা করেছেন তাঁর স্ত্রী।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহমদ বলেন, মো.
বাসায় মালিক নুর হোসেন বলেন, এ দম্পতি পাঁচ থেকে ছয় বছর ধরে তাঁর ফ্ল্যাটে ভাড়া ছিলেন। মুহিদ অসুস্থ শুনেছেন। তাই গত আগস্ট মাস থেকে ভাড়া দিতে পারছিলেন না। ফোনে গত বৃহস্পতিবার ভাড়া আনতে বলেছিলেন তাঁরা। তবে ভাড়ার জন্য ফোন দিলেও তাঁরা ধরেননি। পরে কোনো উপায় না পেয়ে ওই বাসায় গিয়ে দেখতে পান ফ্ল্যাটের মূল দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাঁদের মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত মুহিদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার আড়াইকান্দি গ্রামে। আর আইরিনের বাড়ি একই জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াজিবাড়ি এলাকায়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র মরদ হ
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে গ্যারেজ মালিক লাপাত্তা
সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল গ্যারেজ মালিক আব্দুল কাদেরের বিরুদ্ধে বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
দীর্ঘ ৬ মাস অপেক্ষার পরও ফিরে না আসায় তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন পাইনাদী নতুন মহল্লা এলাকার বাড়ির মালিক সেলিনা বেগম। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তিনি রবিবার (২০ এপ্রিল) বিকেলে দোকানের তালা কেটে দোকান নিজের নিয়ন্ত্রনে নেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার তারালিয়া (সরদার বাড়ি) এলাকার আরব আলী সরদারের ছেলে আব্দুল কাদের(৩৮) সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকার সেলিনা বেগমের কাছ থেকে দোকান ভাড়া নেন। তিনি দোকানটিকে মোটরসাইকেলের গ্যারেজ বানিয়ে ব্যবসা করে আসছিলেন।
এ অবস্থায় এলাকার বিভিন্ন লোকজনকে প্রলোভন দেখিয়ে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। পাওয়ানা দাররা টাকার জন্য চাপ দিতে থাকলে কাদের কাউকে কিছু না বলে রাতের আধাঁরে গ্যারেজের মূল্যবান মালামাল সরিয়ে পালিয়ে যায়।
এতে বাড়ির মালিক সেলিনা পড়েন বিপাকে। ৬ মাস ধরে তিনি ভাড়া পাচ্ছেন না । পাশাপাশি দোকনটি অন্য কাউকে ভাড়া দিতে পারছেন না। নিরুপায় হয়ে প্রতিকারের জন্য তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
তবু আব্দুল কাদের এলাকায় না আসায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দোকানের তালা কেটে ফেলেন। পরে ভেতরে গিয়ে নষ্ট একটি মোটর সাইকেল আর কিছু যন্ত্রপাতি ছাড়া গ্যারেজে আর কিছু দেখতে পাননি। তখন গ্যারেজে যা ছিল লোকজনের উপস্থিতিতে তার তালিকা করে দোকানটি নিজের নিয়ন্ত্রনে নেন।
এ বিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার ইউ-পরিদর্শক সালেহ আহমেদ বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত লোক পলাতক রয়েছে। তিনি বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার সত্যতা পাওয়া গেছে।