নারায়ণগঞ্জ শহরে নকশাবহির্ভূত নির্মাণকাজের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নারায়ণগঞ্জ জোন।

রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে শহরের আলম খান লেন, দেওভোগ ও বেপারীপাড়াসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজউকের ৮ নম্বর জোনের সহকারী অথরাইজড অফিসার এফ.

আর. আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার মো. নেয়ামুল জহির, ইমারত পরিদর্শক মো. রাজিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি প্রতিনিধিদল।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন জানান, ভবনের সামনে নিয়মিত সাইনবোর্ড না থাকা, অনুমোদিত নকশার সঙ্গে নির্মাণ কাজের অসামঞ্জস্য এবং অনুমতি ছাড়া অতিরিক্ত কাঠামো নির্মাণের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নকশাবহির্ভূত অংশ অপসারণ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ, কাজ স্থগিত এবং দুইটি প্রকল্পকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “রাজউকের নিয়ম অনুযায়ী ভবন নির্মাণে সাইনবোর্ড থাকা বাধ্যতামূলক। ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক প্রদর্শিত নকশা যাচাই করে দেখা গেছে নির্মাণকাজে গুরুতর অসামঞ্জস্যতা রয়েছে।”

এ অভিযানে স্টার ভিউ হাউজিং লিমিটেডের থান কমপ্লেক্স এবং খন্দকার হাউজিং লিমিটেডের ‘খন্দকার সফুরা ভিলা’ প্রকল্পে এক লাখ টাকা করে জরিমানা, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও নির্মাণকাজ স্থগিত করা হয়।

এছাড়া, দেওভোগ বেপারী পাড়ায় আব্দুল মতিন বেপারীর বাড়ি নির্মাণ ও কারখানা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রাজউক জানায়, নিয়ম বহির্ভূত যেকোনো নির্মাণকাজের বিরুদ্ধেই অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/অনিক/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জউক র

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে বালুর মাঠ থেকে বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বালুর মাঠ থেকে আব্দুর রহিম (৪০) নামে বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মিজমিজি কালুহাজী রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়।

মারা যাওয়া আব্দুর রহিম মিজমিজি আব্দুল আলী পুল এলাকার সাদেকের বাড়ির মৃত আ. সালাম তালুকদারের ছেলে। 

নিহতের বড় ভাই আ. রব বলেন, “বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে খাবার খেয়ে বাসা থেকে বের হয় আমার ভাই। রাতে সে বাড়িতে ফেরেনি। আজ সকালে লোকদের মাধ্যমে জানতে পারি, আমার ভাইয়ের মরদেহ পড়ে আছে। পরে আমরা পুলিশকে খবর দেই।”

আরো পড়ুন:

তালাবদ্ধ ঘরে মিলল এক ব্যক্তির মরদেহ

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ বলেন, “ঘটনাস্থলে এসে মারা যাওয়া ব্যক্তির পরিচয় জানতে পারি। বিদ্যুৎস্পৃষ্ট হলে যেমন আলামত দেখা যায়, তেমনই চিহ্ন মারা যাওয়া ব্যক্তির হাত ও পায়ে রয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু তা ময়নাতদন্ত শেষে বলা যাবে। মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার  
  • কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংস্কারে না’গঞ্জ চেম্বারের ৫ লাখ টাকা অনুদান
  • নারায়ণগঞ্জে নকশা না মেনে ভবন নির্মাণ, ১ লাখ টাকা জরিমানা
  • সিদ্ধিরগঞ্জে সরকারি জমি নিয়ে দিনভর উত্তেজনা
  • থানার ওসির ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল
  • গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান নারায়ণগঞ্জ চেম্বারের
  • আড়াইহাজার থানার ওসির ঘুষ গ্রহণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
  • ছোট্ট শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার
  • সিদ্ধিরগঞ্জে বালুর মাঠ থেকে বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার