পছন্দের ছেলেকে বিয়ের গল্প নিয়েই প্রভার নাটক
Published: 20th, April 2025 GMT
পবিত্র ঈদুল আজহার বেশ কিছু নাটকে দেখা যাবে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। এসব নাটকে বেশির ভাগই তাঁর সহশিল্পী সময়ের তরুণ অভিনয়শিল্পীরা। তাঁদের সঙ্গে জুটি হওয়া নিয়ে প্রভা জানান, তরুণদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। তিনি সেই চেষ্টাই করছেন।
সম্প্রতি প্রভা শেষ করেছেন ‘বিয়েটা করেই ফেললাম’ নাটকের শুটিং। নাটকে তাঁর সহশিল্পী ছিলেন তরুণ অভিনেতা যাহের আলভী। রোমান্টিক এই নাটক নিয়ে প্রভা বলেন, ‘এখন নিয়মিতই অভিনয় করে যেতে চাই। সেভাবেই গল্পগুলো পছন্দ করছি। তা ছাড়া গল্পে সময়ের একটা চাহিদা রয়েছে। সেটাও মুখ্য। এখন দর্শক কী গল্প পছন্দ করছেন, সেগুলো করছি। রোমান্টিক, কমেডিসহ আমাদের নাটকে অনেক বার্তা দেওয়া হয়েছে। দেখা যায়, অনেক পরিবার সন্তানদের জোর করে বিয়ে দেয়। তারা এই নাটকে একটা বার্তা পাবে।’
নাটকের দৃশ্যে প্রভা। ছবি: সংগৃহীত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বন্দরে আওয়ামীলীগ নেত্রীর বসত বাড়িতে অগ্নিকান্ড
বন্দরে আওয়ামীলীগ নেত্রীর বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বসত ঘরে আসভাবপত্র পুড়ে গিয়ে প্রায় ২ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে। তবে এ ঘটনায় আহত বা প্রানহানির কোন খবর পাওয়া যায়নি।
গত শনিবার (১৯ এপ্রিল) রাত পৌনে ১০টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর পৌরসভা সংলগ্ন আওয়ামীলীগ নেত্রী শিমলা সুলতানার বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বন্দর ফায়ার সার্ভিস গণমাধ্যমকে জানিয়েছে, মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে সাথে নিয়ে ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। সে সাথে অগ্নিকান্ডের কবল থেকে ১০ লাখ টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হই।