নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান নারী ক্রিকেট দল। তবে বড় সাফল্যের পরই তৈরি হয়েছে নতুন এক অনিশ্চয়তা! বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে কি পাকিস্তান?

এই প্রশ্নের অবশ্য প্রাথমিক উত্তর দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। শনিবার (১৯ এপ্রিল) লাহোরে এলসিসিএ গ্রাউন্ড পরিদর্শনের সময় তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তানের নারী দল।

নকভি বলেছেন, ‘‘যেহেতু চ্যাম্পিয়নস ট্রফির সময় ভারত পাকিস্তানে খেলতে আসেনি এবং তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়েছিল, সেক্ষেত্রে আমরাও একই দাবি করছি—নারী বিশ্বকাপের ম্যাচও নিরপেক্ষ মাঠে হতে হবে।’’

আরো পড়ুন:

শুরুর ‘জট’ খুলছেই না

নিরুত্তাপ মঞ্চে আশার জয়গান

এই অবস্থান স্পষ্টভাবে দেখাচ্ছে, ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন এবারও ক্রিকেটে প্রভাব ফেলছে। এর আগে পিসিবি প্রস্তাব দিয়েছিল যে ২০২৭ সাল পর্যন্ত আইসিসির সব টুর্নামেন্টে দুই দেশের মধ্যকার ম্যাচ নিরপেক্ষ মাঠে অনুষ্ঠিত হওয়া উচিত।

বিশ্বকাপ আয়োজনের বিকল্প হিসেবে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাতের নাম উঠে আসছে। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের ম্যাচগুলো ওই দেশগুলোর কোনো ভেন্যুতে হতে পারে। যদিও এখন পর্যন্ত আইসিসি আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা দেয়নি।

নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। তার আগেই ভেন্যু চূড়ান্ত, আইসিসির অবস্থান ও ভারতের প্রতিক্রিয়া নিয়ে তৈরি হবে আন্তর্জাতিক আলোচনা।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ বক প

এছাড়াও পড়ুন:

দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে, তা না হলে এই ব্যাধি থেকে সমাজ মুক্তি পাবে না।

রোববার দুপুরে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত গণশুনানিতে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, পুরোনো দুর্নীতির পেছনে বেশি সময়ক্ষেপণ না করে, ভবিষ্যতে দুর্নীতি রোধের জন্য কর্মপরিকল্পনা নিয়েছে দুদক। অতীত ও বর্তমান সময়ের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান শক্ত করার পাশাপাশি ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়, সে জন্য কাজ করছে দুদক। দুদকের কোথাও দুর্নীতি থাকলে, তাও ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিকে মন থেকে ঘৃণা করতে হবে। তা না হলে এ সংকট কাটবে না। তিনি আগামী প্রজন্মকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ারও আহ্বান জানান।

গণশুনানিতে ২৫০ শয্যাবিশিষ্ট নীলফামারী জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর অসন্তোষ প্রকাশ এবং দুদকের অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়। গণশুনানিতে সৈয়দপুর উপজেলার গোলাহাট এলাকায় বিভিন্ন সেবা গ্রহণকারী একাধিক অভিযোগ তুলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। 

অনুষ্ঠানে দুদক কমিশনার (তদন্ত) মুহাম্মদ আকবার আলী আজিজী, মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার মোহসিনসহ দুদকের রংপুর বিভাগীয় পরিচালক তালেবুর রহমান বক্তব্য দেন। এর পর নীলফামারী সদর উপজেলার সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সেবার মান নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে ৩১টি দপ্তরের ৮১টি অভিযোগ উত্থাপিত হয় এবং সংশিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ অভিযোগের বিষয়ে জবাবদিহি করেন।

সম্পর্কিত নিবন্ধ