পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির ছয়জন পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী তাদের শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। কোম্পানি দুইটি হলো- ইভাইন্স টেক্সটাইল লিমিটেড ও আর্গন ডেনিমস লিমিটেড।

রবিবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইভাইন্স টেক্সটাইল: কোম্পানিটির তিনজন পরিচালক তাদের সন্তানদের কোম্পানির ৭৩ লাখ ৪৯ হাজার ৮৮০টি শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। কোম্পানিটির পরিচালক শবনম শেহনাজ ও আনোয়ার-উল আজম ১৮ লাখ ৩৭ হাজার ৪৪০টি করে মোট ৩৬ লাখ ৭৪ হাজার ৮৮০টি শেয়ার তাদের মেয়ে সানজনা শেহনাজের কাছে হস্তান্তর করেছেন। এছাড়া, কোম্পানিটির আরেক পরিচালক আবু কাউসার মজুমদার তার ছেলে ফারহান মজুমদারকে ৩৬ লাখ ৭৫ হাজার শেয়ার উপহার হিসাবে হস্তান্তর করেছেন।

আর্গন ডেনিমস: কোম্পানিটির তিনজন পরিচালক তাদের সন্তানদের উপহার হিসাবে কোম্পানির শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। কোম্পানিটির পরিচালক শবনম শেহনাজ ১৫ লাখ ১১ হাজার ৫৯১টি শেয়ার ও আনোয়ার-উল আজম ১০ লাখ ১১ হাজার ৫৫৬টি শেয়ার তাদের মেয়ে সানজনা শেহনাজের কাছে হস্তান্তর করেছেন। এছাড়া, কোম্পানির আরেক পরিচালক আবু কাউসার মজুমদার তার ছেলে ফারহান মজুমদারকে ২৭ লাখ ৩১ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

এর আগে ১০ এপ্রিল কোম্পানি দুইটির পরিচালকরা শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন। ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে উভয় কোম্পানির পরিচালকেরা তাদের উল্লিখিত পরিমাণ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেন।

ঢাকা/এনটি/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ হন জ

এছাড়াও পড়ুন:

বুবলী সম্পর্কে যা বললেন মিশা সওদাগর

ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী ও সিয়াম আহমেদ অভিনীয় সিনেমা জংলি। সব শ্রেণীর দর্শকের প্রশংসা পেয়েছে সিনেমাটি। আলাদাভাবে নজর করেড়ে শবনম বুবলীর বুদ্ধিদীপ্ত উপস্থিতি ও অভিনয়। বতমানে দেশের প্রথম সারির নায়িকাদের একজন শবনম বুবলী। শুটিং সেটে ডিসিপ্লিন মেনে চলার সুনাম রয়েছে তার। 

জংলি সিনেমার একটি দৃশ্য

আরো পড়ুন:

স্ত্রীকে বয়কটের ঘোষণা দিলেন হিরো আলম

মারা গেছেন হিরো আলমের বাবা

সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে খলনায়ক মিশা সওদাগর বলেন, ‘‘শুটিংসেটে যখন বুবলী বসে থাকে তখন ওকে দেখলে মনে হয় না যে একজন নায়িকা বসে আছে। বাতাসও মনে হয় ডিস্টার্ব অনুভব করে না। এত ডিসিপ্লিন। এই ডিসিপ্লিননেসটা অসাধারণ। মানুষকে সম্মান করার ব্যাপারটা অসাধারণ।’’ 

বুবলীর জন্য মিশা সওদাগরের পরামর্শ হচ্ছে, বুবলী যেন মানুষকে ছাড় দেয়। 

মিশা সওদাগর বলেন, ‘‘যত বেশি ছাড় দিবা তত ভালো। ছাড় দাও। সব কিছুতে ছাড় যতই দিবা অতই ভালো থাকবা। জীবনতো একটাই ছাড় দাও।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • নিশোর সঙ্গে জুটি বাঁধছেন বুবলী?
  • বুবলী সম্পর্কে যা বললেন মিশা সওদাগর