উদ্বেগ-উৎকণ্ঠার এক দিন শেষে কাল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের লাহোরে বাছাইপর্বের প্রথম তিন ম্যাচের জয় ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে শ্রেয়তর নেট রান রেট বিশ্বকাপ পৌঁছে দিয়েছে বাংলাদেশ মেয়েদের দলকে। বাংলাদেশের তিন জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ব্যাটাররা। বিশেষ করে, অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আক্তার দারুণ করেছেন ব্যাট হাতে। ভালো করার স্বীকৃতিও তাঁরা পেয়ে গেলেন। আইসিসি নির্বাচিত বাছাইপর্বের সেরা একাদশে জায়গা পেয়েছেন নিগার ও শারমিন। এ ছাড়া দ্বাদশ খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান।

আজ ঘোষিত একাদশে সবচেয়ে বেশি খেলোয়াড় পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তানের। মুনিবা আলী, ফাতিমা সানা, নাশরা সান্ধু ও সাদিয়া ইকবাল-পাকিস্তানের এই চারজন জায়গা পেয়েছেন একাদশে। অধিনায়ক রাখা হয়েছে ফাতিমা সানাকে।

বাংলাদেশ ছাড়াও স্কটল্যান্ডের দুজন করে খেলোয়াড় আছেন সেরা একাদশে, ক্যাথরিন ব্রাইস ও ক্যাথেরিন ফ্রেজার। ওয়েস্ট ইন্ডিজের তিনজন—শেষ ম্যাচে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়ে থাইল্যান্ডের বিপক্ষে ২৯ বলে ৭০ রান করা হেইলি ম্যাথুস, অলরাউন্ডার শিনেলে হেনরি ও পেসার আলিয়া অ্যালেইন।

বাংলাদেশের ব্যাটার শারমিন আক্তার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে, তা না হলে এই ব্যাধি থেকে সমাজ মুক্তি পাবে না।

রোববার দুপুরে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত গণশুনানিতে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, পুরোনো দুর্নীতির পেছনে বেশি সময়ক্ষেপণ না করে, ভবিষ্যতে দুর্নীতি রোধের জন্য কর্মপরিকল্পনা নিয়েছে দুদক। অতীত ও বর্তমান সময়ের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান শক্ত করার পাশাপাশি ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়, সে জন্য কাজ করছে দুদক। দুদকের কোথাও দুর্নীতি থাকলে, তাও ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিকে মন থেকে ঘৃণা করতে হবে। তা না হলে এ সংকট কাটবে না। তিনি আগামী প্রজন্মকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ারও আহ্বান জানান।

গণশুনানিতে ২৫০ শয্যাবিশিষ্ট নীলফামারী জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর অসন্তোষ প্রকাশ এবং দুদকের অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়। গণশুনানিতে সৈয়দপুর উপজেলার গোলাহাট এলাকায় বিভিন্ন সেবা গ্রহণকারী একাধিক অভিযোগ তুলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। 

অনুষ্ঠানে দুদক কমিশনার (তদন্ত) মুহাম্মদ আকবার আলী আজিজী, মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার মোহসিনসহ দুদকের রংপুর বিভাগীয় পরিচালক তালেবুর রহমান বক্তব্য দেন। এর পর নীলফামারী সদর উপজেলার সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সেবার মান নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে ৩১টি দপ্তরের ৮১টি অভিযোগ উত্থাপিত হয় এবং সংশিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ অভিযোগের বিষয়ে জবাবদিহি করেন।

সম্পর্কিত নিবন্ধ