নারায়ণগঞ্জে নকশা না মেনে ভবন নির্মাণ, ১ লাখ টাকা জরিমানা
Published: 20th, April 2025 GMT
নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণের কারণে নারায়ণগঞ্জে নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ভবনের নির্মাণকাজ স্থগিত রাখতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আলম খান লেন এলাকায় স্টার ভিউ হাউজিং লিমিটেড নামের একটি আবাসনপ্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে এই অভিযান হয়। এ সময় নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণের দায়ে বেজমেন্টের কয়েকটি কলামের রড গ্যাস কাটার দিয়ে কেটে দেওয়া হয়। এ সময় নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই ভবনের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন এবং নির্মাণকাজ স্থগিত রাখতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
তাহমিনা পারভীন প্রথম আলোকে বলেন, ‘নিয়ম অনুযায়ী, নির্মাণাধীন ভবনের সামনে সব তথ্যসহ একটি সাইনবোর্ড থাকার কথা থাকলেও সেটি আমরা দেখতে পাইনি। ভবন নির্মাণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান যে নকশা দেখিয়েছে, তার সঙ্গে কাজের অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়েছে। নকশার বাইরে যতটুকু কাজ করা হয়েছে, সেগুলোর কলামের রড গ্যাস কাটার দিয়ে কেটে অপসারণ করা হয়েছে।’ তিনি বলেন, ওই ভবনের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং নির্মাণকাজ স্থগিত রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজউক থেকে অনুমোদন নিয়ে আবাসনপ্রতিষ্ঠান স্টার হাউজিং ভবনের নির্মাণকাজ করছিল বলে দাবি করেন জমির মালিক কামাল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা জমির মালিকেরা নকশাবহির্ভূতভাবে ডেভেলপার কোম্পানিকে কোনো কাজ করতে দেব না। রাজউক নোটিশ দিলেও ডেভেলপার কোম্পানি লিখিতভাবে জবাব না দেওয়ায় এই অভিযান চালিয়েছে তারা।’
অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন রাজউকের কর্মকর্তা এফ আর আশিক আহমেদ ও ইমারত পরিদর্শক রাজিকুল ইসলাম।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভবন ন র ম ণ ভবন র র জউক
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে বালুর মাঠ থেকে বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বালুর মাঠ থেকে আব্দুর রহিম (৪০) নামে বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মিজমিজি কালুহাজী রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়।
মারা যাওয়া আব্দুর রহিম মিজমিজি আব্দুল আলী পুল এলাকার সাদেকের বাড়ির মৃত আ. সালাম তালুকদারের ছেলে।
নিহতের বড় ভাই আ. রব বলেন, “বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে খাবার খেয়ে বাসা থেকে বের হয় আমার ভাই। রাতে সে বাড়িতে ফেরেনি। আজ সকালে লোকদের মাধ্যমে জানতে পারি, আমার ভাইয়ের মরদেহ পড়ে আছে। পরে আমরা পুলিশকে খবর দেই।”
আরো পড়ুন:
তালাবদ্ধ ঘরে মিলল এক ব্যক্তির মরদেহ
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ বলেন, “ঘটনাস্থলে এসে মারা যাওয়া ব্যক্তির পরিচয় জানতে পারি। বিদ্যুৎস্পৃষ্ট হলে যেমন আলামত দেখা যায়, তেমনই চিহ্ন মারা যাওয়া ব্যক্তির হাত ও পায়ে রয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু তা ময়নাতদন্ত শেষে বলা যাবে। মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
ঢাকা/অনিক/মাসুদ