সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রুত হাসপাতাল কর্যক্রম চালু এবং ক্লিনিক্যাল ক্লাস (হাতে-কলমে শিক্ষা) নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট- সুনামগঞ্জ মহাসড়কের মদনপুর এলাকা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ কারণে মহাসড়কে যানজট দেখা দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেন।

গত ১৫ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে মানববন্ধন ও পরের দিন ১৬ এপ্রিল সড়ক অবরোধ করেন শিক্ষার্থীদের। তারা ওই দিন সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলেও ক্লাস বর্জন ও কর্মসূচি অব্যাহত রাখেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

আরো পড়ুন:

চবির অপহৃত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে সমাবেশ 

কুয়েটে ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিলেন শিক্ষার্থীরা

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক শিক্ষার্থীরা জানান, ক্লিনিক্যাল ক্লাস ও হাসপাতাল চালুতে কার্যকরী পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এ কারণে আজ রবিবার সড়ক অবরোধ করতে বাধ্য হন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।

সুমানগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.

মোস্তাক আহমেদ ভূইয়া বলেন, ‍“ছাত্ররা আজ মানববন্ধন করেছে। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে তাদেরকে সরিয়ে দেয়।” 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের ডিজি মহোদয় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে আলোচনা করেছেন। ছাত্রদের দাবির বিষয়টি নিয়ে তারা কথা বলেছেন। আমি আশাবাদী দ্রুত এই সমস্যার সমাধান হবে।”

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আবুল কালাম বলেন, “শিক্ষার্থীদের সড়ক অবরোধদের কারণে বিভিন্ন পরিবহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। আমরা তাৎক্ষণিকভাবে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেই। সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে যাতে নিয়ম অনুযায়ী আন্দোলন করেন সে অনুরোধ জানানো হয়েছে শিক্ষার্থীদের।”

ঢাকা/মনোয়ার/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ন মগঞ জ দ র সড়ক

এছাড়াও পড়ুন:

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ৮ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

ঢাকার উত্তরায় বেসরকারি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের আট শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কলেজের ফটকে মানববন্ধন করেছে ছাত্রদল। একই সঙ্গে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচিরও হুমকি দেওয়া হয়েছে।

কলেজের দেয়াল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ ও বিএনপির রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার পক্ষে কর্মসূচি পালনের জেরে ওই শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে বলে ছাত্রদলের দাবি।

শনিবার বেলা ১১টার দিকে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ফটকে ছাত্রদলের নেতা–কর্মীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনের পর তাঁরা মেডিকেল কলেজটির অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেন।

মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম বলেন, ১৫ বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার হরণ করে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। যদিও গত জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতন ঘটে, তবু তাঁর অনুসারীরা এখনো বহাল তবিয়তেই আছেন। কলেজটিকে আওয়ামী লীগের প্রয়াত নেতা ও মন্ত্রী মোহাম্মদ নাসিমের পরিবার রাজনৈতিক কার্যালয়ের মতো ব্যবহার করত বলে অভিযোগ করেন তিনি।

জুলাই গণ–অভ্যুত্থানের সময় মনসুর আলী মেডিকেলের ফটক বন্ধ করে অসংখ্য আহত ছাত্র-জনতাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল বলে অভিযোগ করেন শ্যামল মালুম। তিনি বলেন, গত ১৯ নভেম্বর সচেতন কিছু ছাত্র-জনতা কলেজের দেয়াল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করলে নাসিমের পরিবার এবং তাদের পোষ্য কর্মকর্তাদের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন শুরু হয়। পরে মিথ্যা মামলার পাশাপাশি আট শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।

মানববন্ধনের পর ছাত্রদলের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, আগামীকাল রোববার দুপুর ১২টার মধ্যে অধ্যক্ষ তাঁদের দাবির ব্যাপারে সঠিক সিদ্ধান্ত না নিলে আন্দোলনের কর্মসূচি আরও কঠোর হবে।

এ কর্মসূচিতে অন্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি রেহেনা আক্তার শিরিন ও রেজওয়ানুল হক সবুজ, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম তারিক, গাজী মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • দুদ‌কের সাম‌নে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
  • ৫ দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন
  • বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ
  • আমরা আর কত অপেক্ষা করব, প্রশ্ন গুম হওয়া বাবার সন্তানের
  • গুম-খুনে জড়িতদের বিচারের দাবিতে ‘মায়ের ডাক’র মানববন্ধন
  • পদ্মার বালু উত্তোলন ঘিরে নড়িয়ায় বিএনপির দুই পক্ষ মুখোমুখি
  • সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
  • সারা দেশে সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ 
  • শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ৮ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন