বাংলার কণ্ঠে বিশ্ব মুগ্ধ, আমেরিকায় রয়া চৌধুরীকে সম্মাননা
Published: 20th, April 2025 GMT
বাংলাদেশের সংস্কৃতির অন্যতম মুখ রয়া চৌধুরী আমেরিকার নিউ জার্সির ফ্র্যাঙ্কলিন টাউনশিপ থেকে ‘সার্টিফিকেট অব রেকগনিশন’ অর্জন করেছেন। মেয়র ফিলিপ ক্রেমার এই সম্মাননা প্রদান করেন তার কবিতা আবৃত্তির প্রতি নিষ্ঠা ও আন্তঃসাংস্কৃতিক বন্ধনের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে। রয়া নিয়মিত গানে কন্ঠ দিয়ে যাচ্ছেন।
সার্টিফিকেটে তার ‘মন্ত্রমুগ্ধকর পারফরম্যান্স ও অতুলনীয় অবদান’-এর প্রশংসা করা হয়েছে। রয়া দীর্ঘদিন বাংলা ও দক্ষিণ এশিয়ার সংস্কৃতিকে লালন করে আসছেন। তিনি ভারতের ২১তম টেলি সিনে অ্যাওয়ার্ডসহ পেয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড, বেস্ট রেসিটেশন আর্টিস্ট ২০২২, বাংলাদেশ অ্যাচিভারস অ্যাওয়ার্ড ২০২২ এবং চরদিকে সেলফ-রিলায়ান্ট অ্যাওয়ার্ড ২০২৩।
তার অ্যালবাম বেদনাদূতি, ইচ্ছামতী, ও অভিসার শ্রোতাদের মন জয় করেছে। গ্র্যামি জয়ী পণ্ডিত বিশ্ব মোহন ভট্টের সঙ্গে যুগল পরিবেশনায় ‘গীতাঞ্জলি’ বিশেষ প্রশংসিত হয়েছে।
আরো পড়ুন:
শরীফুল রাজ এখন কোথায়
নিশোর সঙ্গে জুটি বাঁধছেন বুবলী?
একাডেমিকভাবেও তিনি সফল—যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে জেন্ডার স্টাডিজে স্নাতকোত্তর অর্জন করেছেন। কাজ করেছেন সামিউল ইসলাম পোলাক, রাজা দাস, স্বপ্নীল সজীব, ফ্র্যাঙ্ক আর্টাভিয়া, মাহিদুল ইসলাম ও আইভি বন্দ্যোপাধ্যায়ের মতো নন্দিত শিল্পীদের সঙ্গে।
ঢাকা/রাহাত/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় বাড়ল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী প্রার্থীরা এখন আগামী ৩০ এপ্রিল ২০২৫, রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এ ভর্তির আওতায় বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এলএলবি শেষ পর্ব, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামের আবেদন গ্রহণ করা হচ্ছে।
ভর্তিচ্ছু প্রার্থীদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট ((www.nu.ac.bd/admissions) থেকে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের পর তার প্রিন্ট কপি ও আবেদন ফি বাবদ ৩০০ (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজে ০৪ মে ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং মাধ্যমেও ফি পরিশোধ করা যাবে।
ভর্তির বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পোর্টালে প্রবেশ করে জানা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।