ছয় দফা দাবিতে আজ রোববার ঢাকার আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে প্রায় দুই ঘণ্টা সমাবেশ করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর–১০ নম্বর ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে এসে পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়কে অবস্থান নেন। এ সময়েই সমাবেশ শুরু হয়। বেলা সোয়া একটা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে সমাবেশ করেন। সমাবেশে পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীরাও ছিলেন।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘মামা থেকে মাস্টার’, ‘মামাবাড়ির আবদার’, ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’, ‘ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘দেশ গড়ার হাতিয়ার , ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, এমন বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি হাসিবুর রহমান বলেন, ‘আমাদের ছয় দফা দাবি মানা না হলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে।’ শিক্ষার্থীরা একযোগে রাস্তায় নেমে আসবেন বলেন তিনি।

হাসিবুর রহমান আরও বলেন, ‘বৈঠকে বসলেও আমাদের দাবি মানা হয়নি। তাই আমরা এসি রুমে সব বৈঠক বর্জন করলাম।’

পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে কারিগরি শিক্ষার পরামর্শক হিসেবে কর্মরত মো.

তৌহিদুজ্জামান বলেন, ছয় দফার যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর ব্যবস্থা করতে হবে। আর কারিগরি পদে যেন কারিগরি থেকে আসা দক্ষ জনবল নিয়োগ দেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সমাবেশ করেন। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও

অবশেষে তাহলে রহস্য কাটল!

অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!

আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।  

২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।

মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন

সম্পর্কিত নিবন্ধ