চলতি বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে যাবে না পাকিস্তান নারী ক্রিকেট দল। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি।

নাকভি জানান, আগে থেকেই নির্ধারিত হাইব্রিড মডেল অনুযায়ী নিরপেক্ষ ভেন্যুতে খেলার সিদ্ধান্তে অটল রয়েছে পিসিবি। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির সময় যেমন ভারত পাকিস্তানে না এসে নিরপেক্ষ ভেন্যুতে খেলেছিল, এখানেও আমরা সেই চুক্তির ধারাবাহিকতায় খেলতে আগ্রহী। নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করবে আইসিসি ও বিসিসিআই।’

এর আগে, ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়নি ভারত। তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেয় দুবাইকে। এরপর আইসিসি, পিসিবি ও বিসিসিআই-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে ২০২৭ সাল পর্যন্ত কোনো দল আইসিসি টুর্নামেন্ট আয়োজক হলে বিরোধী দল নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ পাবে।

চুক্তির এই প্রেক্ষাপটে পাকিস্তান নারী দলও এবার ভারতের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলবে বলে জানানো হয়। এমনকি আগামী বছর ভারতের মাটিতে পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ হলেও সেখানেও পাকিস্তান অংশ নাও নিতে পারে। নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ২৯ সেপ্টেম্বর, চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। 

পাকিস্তান নারী দলের পারফরম্যান্সে সন্তুষ্ট পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি জানান, নারী দলকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে। তিনি বলেন, ‘দলটি হোম কন্ডিশনের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছে। দলগত পারফরম্যান্সে জয় এসেছে। আমি আনন্দিত যে আমাদের নারী দল এখন দুর্দান্ত ক্রিকেট খেলছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব শ বক প

এছাড়াও পড়ুন:

নতুন ফোন আনলো ভিভো

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো দেশের বাজারে উন্মোচন করেছে নতুন স্মার্টফোন ‘ভি৫০ লাইট’। জনপ্রিয় তারকা ও শুভেচ্ছাদূত তাহসান রহমান খানের উপস্থিতিতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন ফোনটি লঞ্চ করা হয়। 

শনিবার (১৯ এপ্রিল) লঞ্চ হওয়া এই ফোনে আল্ট্রা স্লিম ডিজাইনের সঙ্গে সেরা পারফরম্যান্স – দুটোই একইসাথে পাওয়া যাবে। মাত্র ৭.৭৯ মিমি পুরু ও ১৯৬ গ্রাম ওজনের ভিভো ভি৫০ লাইট ফোনে দেওয়া হয়েছে বিশাল ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের পাশাপাশি নিশ্চিত করবে স্টাইল ও আরাম।

হাই-গ্লস ফিনিশড মেটাল ফ্রেমের স্মার্টফোনটির অত্যন্ত সরু বেজেল- এর ৬.৭৭ ইঞ্চির এফএইচডি এবং ২.৫ডি পো-লেড স্ক্রিন ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সকে করবে আরো প্রাণবন্ত। 

আরো পড়ুন:

রেডমি সিরিজের নতুন দুই ফোন আনলো শাওমি

বাংলাদেশে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী স্মার্টফোন আনলো অনার

দুটি ট্রেন্ডি কালার অপশনে এসেছে ভি৫০ লাইট। টাইটেনিয়াম গোল্ড, মরুভূমির গোধূলির আলো থেকে অনুপ্রাণিত এ সংস্করণটি। অন্যদিকে, ফ্যান্টম ব্ল্যাক উপস্থাপন করে এক রহস্যময় অথচ অভিজাত উপস্থিতি। আলট্রা ক্লিয়ার সানলাইট ডিসপ্লে সহ ১২০ হার্জ আল্ট্রা ভিশন রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রলিং, গেমিং বা ভিডিও দেখা সবই হবে স্মুথ ও প্রাণবন্ত। তাছাড়াও ফোনটিতে আছে ১৮০০ নিট পর্যন্ত ব্রাইটনেস ও সার্টিফায়েড এসজিএস লো লাইট, যা দীর্ঘসময় ফোন ব্যবহারেও সুরক্ষা দিবে চোখকে।  

শক্তিশালী ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির সাথে ৯০ওয়াট ফ্ল্যাশচার্জ নিশ্চিত করে দীর্ঘ ব্যাটারি লাইফ আর সুপারফাস্ট চার্জিং। মাত্র কয়েক মিনিটের চার্জেই পাওয়া যাবে ঘণ্টার পর ঘণ্টা ব্যাকআপ। আরো থাকছে রিভার্স চার্জিং। ফলে আর দরকার পরবে না পাওয়ার ব্যাংকের। পাঁচ বছর পরও ব্যাটারি ৮০% এর বেশি সক্ষমতা ধরে রাখবে। 

টেকসই নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে মিলিটারি-গ্রেড সুরক্ষা, ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং শক্তিশালী শিল্ড গ্লাস, যা ২০% বেশি ধাক্কা সহ্য করতে পারে। আইপি৬৫ সার্টিফিকেশন থাকায় ফোনটি পানি ও ধুলাবালিতেও নিরাপদ। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর দিয়ে কাজ চলবে দ্রুত, গেমিং বা ভিডিও সব কিছু হবে মসৃণভাবে। 

৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ সেন্সর ও অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তির ফোনটি দিয়ে কম আলোতেও প্রফেশনাল কোয়ালিটির ছবি তোলা যাবে। ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় সেলফিগুলোও হবে নিখুঁত ও স্টুডিও-লুকের।

ভিভো ভি৫০ লাইটের লঞ্চিং অনুষ্ঠানে ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ডেভিড লি বলেন, “বাংলাদেশে উদ্ভাবনের প্রতি মানুষের দুর্দান্ত আগ্রহ ও প্রাণচঞ্চলতা দেখাটা সত্যিই আনন্দদায়ক। ভিভোতে আমরা সবসময় এমন প্রযুক্তি ও ডিজাইন দিতে চেষ্টা করি, যা প্রিমিয়াম হলেও ব্যবহারকারীদের জন্য দামের দিক থেকে যথার্থ। ভি৫০ লাইট তারই চমৎকার একটি উদাহরণ – এটি শক্তিশালী ফিচার, দৃষ্টিনন্দন ডিজাইন এবং সৃজনশীলতাকে উজ্জীবিত করা ক্যামেরা এক্সপেরিয়েন্সের এক নিখুঁত সমন্বয়। স্মার্টফোনটি আল্ট্রা স্লিম এবং আগের চেয়েও বেশি শক্তিশালী।”

ভিভোর নতুন এ ফোনের ৮ জিবি+ ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯ হাজার ৯৯৯ টাকা, আর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩২ হাজার ৯৯৯ টাকা। 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • নতুন ফোন আনলো ভিভো
  • চ্যাম্পিয়নস লিগে নতুন যে সুখবর পেল স্পেন
  • জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সেরা পারফরমার কারা
  • ব্রাজিল, রিয়াল মাদ্রিদ, আনচেলত্তি ও ক্লপ—কে কার