রাজধানীর হাতিরঝিলে ওয়ার্ড যুবদলের সদস্য গুলিবিদ্ধ
Published: 20th, April 2025 GMT
রাজধানীর হাতিরঝিলে আরিফ সিকদার (৩৫) নামের ওয়ার্ড যুবদলের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার গভীর রাতে হাতিরঝিলের মোড়ল গলির মুখে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল প্রথম আলোকে বলেন, গুলিবিদ্ধ আরিফ স্থানীয় একটি ওয়ার্ডের যুবদলের সদস্য বলে জানা গেছে। তাঁকে কী কারণে কারা গুলি করেছে, সেটা তদন্ত করে বের করার চেষ্টা করা হচ্ছে।
আহত আরিফের ছোট বোন লাবনী আক্তার বলেন, তাঁর ভাই পেশায় গ্রিলের কাজ করেন। সন্ধ্যায় বাসা থেকে মগবাজার এলাকায় বের হয়েছিলেন। সেখানে তাঁদের মামাদের বাসা। মাঝেমধ্যেই সেখানে যাতায়াত করেন। রাতে খবর পাই, তাঁকে মগবাজার আমবাগান এলাকা থেকে চার থেকে পাঁচ যুবক কথা–কাটাকাটির এক পর্যায়ে গুলি ও ছুরিকাঘাতে আহত করেছে। পরে হাতিরঝিল থানা–পুলিশ তাঁকে উদ্ধার করে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসকের বরাত দিয়ে লাবনী আক্তার আরও বলেন, গুলিতে তাঁর ভাই আহত হয়েছেন। তবে তাঁর কপালে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এখনো জ্ঞান ফেরেনি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘নির্বাচন ছাড়া কোনো সরকার বেশি দিন থাকলে ফ্যাসিবাদের জন্ম হবে’
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন ছাড়া কোনো সরকার দেশে বেশি দিন থাকলে ফ্যাসিবাদের জন্ম হবে, দেশের প্রচলিত গণতন্ত্র ব্যাহত হবে।
আজ রোববার দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় বিএনপি ও সহযোগী সংগঠনের এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম এসব কথা বলেন। নাটোর জেলা বিএনপি এই সভার আয়োজন করে।
জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব আসাদুজ্জামান। এ ছাড়া সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) সৈয়দ শওকত খালেক, বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান ও ওবায়দুর রহমান। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক নেতারা অংশগ্রহণ করেন।
বক্তব্যে আব্দুস সালাম বলেন, ‘দলের পক্ষ থেকে আমরাই প্রথম সংস্কার চেয়েছি। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা খুবই জরুরি। নির্বাচন ছাড়া কোনো সরকার দেশে বেশি দিন থাকলে ফ্যাসিবাদের জন্ম হবে, দেশের প্রচলিত গণতন্ত্র ব্যাহত হবে।’ তিনি নাটোর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন। ভবিষ্যৎ আন্দোলন ও কর্মসূচির রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।