দ্রুত মুশফিক-মুমিনুলকে হারানোয় জাকের-মিরাজের দায়িত্ব ছিল ধরে খেলা। কিন্তু মিরাজের বিদায়ে এই জুটিও শুরুর আগেই শেষ। ৪ বলে ১ রান করে মুজারাবানির শিকার হলেন মিরাজ। তার বিদায়ে পতন হল বাংলাদেশের ষষ্ঠ উইকেটের। ক্রিজে জাকেরের সঙ্গী তাইজুল। ৪৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৭ রান।

মুশফিক-মুমিনুলকে হারিয়ে বিপদে বাংলাদেশ

মুশফিকের দেখানো পথ অনুসরণ করলেন মুমিনুল হক। আক্রমণাত্নক হতে গিয়ে মাসাকাদজাকে মেরে খেলতে গিয়ে মাধেভেরের ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। সাজঘরে ফেরার আগে ১০৫ বলে ৮ বাউন্ডারি ও এক ছক্কার সৌজন্যে ৫৬ রান করেন মুমিনুল। তার বিদায়ে পতন হল বাংলাদেশের পঞ্চম উইকেটের। ক্রিজে জাকেরের সঙ্গী মিরাজ। ৪৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৭ রান।

বাজে শটে সাজঘরে মুশফিক

দ্বিতীয় সেশনে নাজমুল হোসেন শান্তর পর উইকেট দিয়ে এসেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও (৪)। ওয়েলিংটন মাসাকাদজার সহজ বলে বাজে শটে আউট হলেন বাংলাদেশের সফলতম টেস্ট ব‍্যাটসম‍্যান। মুশফিককে হারিয়ে চাপে বাংলাদেশ। ৪১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১২৫ রান। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী জাকের আলি।

মধ্যাহ্নভোজের পর শান্তকে হারাল বাংলাদেশ

মধ্যাহ্নভোজের পর খেলা শুরু হলে স্বাচ্ছন্দ্যে খেলতে থাকে বাংলাদেশের দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক।  তবে দলীয় ৯৮ রানে শান্তর উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুলের সঙ্গে শান্তর ৬৬ রানের জুটি ভাঙেন মুজারাবানি। নাজমুল হোসেন শান্ত ৪০ করে মুজারাবানির বলে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। ক্রিজে নতুন ব্যাটার মুশফিকুর। ৩৩ ওভার শেষে ৯৮ রানে ব্যাট করছে বাংলাদেশ। ০ রানে মুশফিক ও ২৫ রানে আছেন মুমিনুল।

বৃষ্টি বাগড়ায় ৩০ মিনিট পর খেলা শুরু

বৃষ্টির বাগড়ায় ভেসে গেল ৩০ মিনিট।  দ্বিতীয় সেশনের খেলা শুরু হলো । মধ্যাহ্নভোজের আগে  ২ উইকেট হারিয়ে ৮৪ রান করেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল ৪৩ বলে ৩০ ও মুমিনুল হক অপরাজিত আছেন ৪৬ বলে ২১ রানে।

মধ্যাহ্নভোজের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

সকাল থেকেই ছিল বৃষ্টির চোখরাঙানি। মধ্যাহ্নভোজের ঘন্টাখানিক আগে থেকেই আলো কমে যাওয়ায় ফ্লাডলাইট চালু করা হয়। কৃত্রিম আলোতে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত খেলা হয়েছে। তবে এই বিরতির মাঝেই নেমেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ঢেকে দেওয়া হয়েছে উইকেট ও এর আশপাশের জায়গা ফলে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি দ্বিতীয় সেশনের খেলা।

রোববার সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচের প্রথম দিনে লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৮৪ রান। শান্ত ৪৩ বল খেলে পাঁচটি চার মেরে অপরাজিত ৩০ রানে, আর মুমিনুল ৪৬ বলে দুটি চারে অপরাজিত ২১ রানে ব্যাট করছেন। এই জুটির পঞ্চাশ পূর্ণ হয় ৭৭ বলে।

এর আগে বাংলাদেশের ইনিংসের শুরুটা অবশ্য ছিল হতাশাজনক। প্রথম ঘণ্টাতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। মাত্র ৩২ রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে এরপর ধৈর্য আর দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস মেরামতের কাজটা এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তাদের অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে প্রথম সেশন শেষে কিছুটা স্বস্তি পেয়েছে টাইগাররা।

এখন দেখার বিষয়, খেলা শুরুর পর এই জুটি কতদূর টেনে নিতে পারেন শান্ত ও মুমিনুল।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ভিক্টর এনাউচি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম ম ন ল হক উইক ট স জঘর

এছাড়াও পড়ুন:

সাধারণ জ্ঞান–৫: মার্চ–২০২৫। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব

বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী সারা বছর বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকে। তাদের সহায়তার জন্য নিয়মিত এ আয়োজন।

১. বিশ্বের দীর্ঘতম বায়ুচালিত পণ্যবাহী জাহাজ—লিওলাইনার অরিজিন। দৈর্ঘ্য ৪৫০ ফুট, ১৩৬ মিটার। দীর্ঘ দূরত্বে ৫ হাজার ৩০০ টন পণ্য বহন করে থাকে।

২. আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাকশন সামিট অনুষ্ঠিত হয়—ফ্রান্সের প্যারিসে। সদস্যসংখ্যা ৬৪।

৩. বিশ্বের প্রথম দেশ হিসেবে পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া দেশ—নিউজিল্যান্ড।

৪. বিশ্বের দ্রুতগতির সুপারকম্পিউটারের নাম—এল কাপিতাল। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চালু হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।

৫. ‘ডিপসিক’ হলো—একটা চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি।

৬. ‘ডিপসিক’–এর প্রতিষ্ঠাতা হলেন—লিয়াং ওয়েন ফেং।

৭. USAID–এর পূর্ণনাম—United States Agency For International Development

৮. USAID–এর প্রতিষ্ঠাতা হলেন—যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি।

৯. USAID প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি আইন পাসের মাধ্যমে স্বাধীন সংস্থা হিসেবে যাত্রা শুরু করে—১৯৬১ সালে।

১০. USAID প্রতিষ্ঠানটির মাধ্যমে বিশ্বে মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়—৪০ শতাংশ।

১১. জুলাই গণ–অভ্যুত্থানের নারীশিক্ষার্থী আন্দোলনকারীরা অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার—মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড।

১২. তুরস্কের ইস্তাম্বুল শহরে গ্রেপ্তার করা মেয়রের নাম—একরেম ইমামোগলু।

আরও পড়ুনসাধারণ জ্ঞান-৪: মার্চ-২০২৫। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব০৬ এপ্রিল ২০২৫

১৩. ২০০৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন—ওরহান পামুক।

১৪. মার্কিন ভূতাত্ত্বিক জেস গ্রিনিক্স জানান, মিয়ানমারের ভূমিকম্পে (৭ দশমিক ৭ মাত্রা)—৩৩৪টি পারমাণবিক বোমার শক্তি উৎপন্ন হয়েছিল।

১৫. বৈশ্বিক জ্ঞান সূচকে ২০২৪ সালে ১৪১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান—১১৩তম।

১৬. বৈশ্বিক উদ্ভাবন সূচকে ২০২৪ সালে ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল—১০৬তম।

১৭. বাংলাদেশের তরুণ শ্রমশক্তির পরিমাণ হচ্ছে—২ কোটি ৭০ লাখ, যা দেশের মোট শ্রমশক্তির ৩৬ শতাংশ।

১৮. জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের প্রতিবেদনের নাম—‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন’। প্রতিবেদনের পৃষ্ঠা ছিল ১১৪টি।

ছবি: ডিপসিক //লোকেশন: Porasona-1 (16_04_2025) pa-04

আরও পড়ুনএসএসসি পরামর্শ ২০২৫: গণিতে ভালো নম্বর পাওয়ার সহজ উপায়১৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ