ঢাকার ফকিরাপুলে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রবিবার (২০এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে মতিঝিলের ফকিরাপুল গরম পানির গলির একটি বাসার চতুর্থ তালায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে নেওয়া হয়। 

দগ্ধরা হলেন, কামরুন্নেসা রোজিনা (৪৫), তার ছেলে রিয়াজ হোসেন (২১) ও কামরুন্নেসার বোন কুলসুমা আক্তার (৩০)। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। রিয়াজ হোসেন ঢাকার শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের অনার্সের ছাত্র।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ভাড়াটিয়া ইব্রাহিম খলিল জানান, বাড়ির চতুর্থ তলায় ওই তিন জন ভাড়া থাকেন। বাসায় রান্না করে বিভিন্ন মেসে খাবার সরবরাহ করতেন তারা। সকাল থেকে বাসায় দুটি চুলায় রান্না করছিলেন। এসময় সেখানে গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। খবর পেয়ে তিনি বাসায় গিয়ে তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, ফকিরাপুলে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন জনকে হাসপাতালে আনা হয়। দুই জনকে ভর্তি নেওয়া হয়েছে। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০ সৈকত

ফাইল ছবি: রয়টার্স

সম্পর্কিত নিবন্ধ