‘ঢাকা রক ফেষ্ট’ মানেই তারুণ্যের উম্মাদনা। ঢাকায় আবারও ফিরছে দেশীয় ব্যান্ডসংগীতপ্রেমীদের অন্যতম বড় এই আয়োজন। ২০২২ সালের পর এ উৎসবের আর কোনো আসর না হলেও এবার নতুন করে শুরু হচ্ছে এই রকের এই আসর।

বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক স্কাই ট্র্যাকার প্রতিষ্ঠানটির নির্বাহী দোজা এলান। তিনি জানান, ঢাকা রক ফেষ্ট নিয়ে শ্রোতাদের বরারবরই তুমুল আগ্রহ।  ইতোমধ্যে পরবর্তী আসরের জন্য প্রস্তুতি শুরু  করেছি। শিগগিরই  এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে। বরাবরের মতোই এই আসরে দেশীয় ব্যান্ডদলগুলোই অংশ নেবে। আশা করছি, এবারও সফল আয়োজন শ্রোতাদের উপহার দিতো পারব। ’

এর আগে সর্বশেষ ঢাকা রক ফেস্ট অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ২৭ ও ২৮ ডিসেম্বর, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর এক্সপো জোনে। দুই দিনের সেই আয়োজনে অংশ নেয় বাংলাদেশের ৩২টি ব্যান্ড। মঞ্চ মাতায় ওয়ারফেইজ, অর্থহীন, মেঘদল, আর্টসেল, নেমেসিস,ক্রিপটিক ফেইট ও  অ্যাভয়েড রাফার মতো শ্রোতাপ্রিয় ব্যান্ডদল। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব য ন ড দল

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী প্রার্থীরা এখন আগামী ৩০ এপ্রিল ২০২৫, রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এ ভর্তির আওতায় বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এলএলবি শেষ পর্ব, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামের আবেদন গ্রহণ করা হচ্ছে।

ভর্তিচ্ছু প্রার্থীদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট ((www.nu.ac.bd/admissions) থেকে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের পর তার প্রিন্ট কপি ও আবেদন ফি বাবদ ৩০০ (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজে ০৪ মে ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং মাধ্যমেও ফি পরিশোধ করা যাবে।

ভর্তির বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পোর্টালে প্রবেশ করে জানা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলার কণ্ঠে বিশ্ব মুগ্ধ, আমেরিকায় রয়া চৌধুরীকে সম্মাননা
  • বেলার হাসি, অ্যাঞ্জেলের শূন্যতা: রোনালদোর আনন্দ-বেদনার দিন
  • তাঁরা তিন ভাই: একজন বাংলাদেশে, একজন ভারতে, একজন পাকিস্তানে
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের সময় বৃদ্ধি
  • সংসার ভাঙছে জহির-সোনাক্ষীর?
  • টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে চাকরিচ্যুত কনস্টেবলের মামলা
  • টিপকাণ্ড: লতা সমাদ্দার, সুবর্ণা মোস্তফাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় বাড়ল
  • চবির শাটলে সিনিয়রকে জুনিয়রদের হামলা, বিচার দাবি