ম্যাচে রাজস্থান রয়্যালসের জয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের করা ১৮০ তাড়া করতে নেমে যশস্বী জয়সোয়াল ততক্ষণে ৭০ পেরিয়ে গেছেন। এর আগে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী মাত্র ২০ বলে করে গেছেন ৩৪ রান। তাঁদের ব্যাটে চড়ে রাজস্থান যখন প্রায় জয়ের বন্দরে, গল্পটা বদলে দিলেন আবেশ খান।

শেষ ৩ ওভারে রাজস্থানের দরকার ছিল মাত্র ২৫ রান। মঞ্চে এলেন আবেশ। ১৮তম ওভারে দিলেন মাত্র ৫ রান, তুলে নিলেন জয়সোয়াল ও রিয়ান পরাগকে। প্রিন্স যাদবের করা পরের ওভার থেকে ১১ রান নিল রাজস্থান। শেষ ওভারে আবার আবেশের হাতে বল।

জয়সোয়ালকে ফিরিয়ে আবেশের উল্লাস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও

অবশেষে তাহলে রহস্য কাটল!

অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!

আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।  

২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।

মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন

সম্পর্কিত নিবন্ধ