রাজধানীতে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু
Published: 20th, April 2025 GMT
রাজধানীর ইসলামবাগে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ হাসান নামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ সালমান বলেছেন, “আমার বাবা প্লাস্টিক কারখানার মিস্ত্রি ছিলেন। রাতে মেশিনে প্লাস্টিকের দানা দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তিনি জানান, মোহাম্মদ হাসানের বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানা এলাকায়। তারা লালবাগের শহীদ নগর এলাকায় থাকেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানিয়েছেন, মোহাম্মদ হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ঢাকা/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদ হ স ন
এছাড়াও পড়ুন:
‘সেদিনের পোলা, তুমি কী বোঝো?’
আগের পর্বআরও পড়ুনঅফিসে এসেছি এটাই অনেক১৯ এপ্রিল ২০২৫