গাজীপুরে বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ
Published: 20th, April 2025 GMT
গাজীপুর নগরের কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকেরা বকেয়া পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হলে এই বিক্ষোভ ও কর্মবিরতি লাগাতার চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
আজ রোববার সকাল আটটা থেকে শ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। কারখানার বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এর আগে গতকাল শনিবার সকালে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করলেও পরে কাজে যোগ দেন। তবে বেলা দুইটার পর আবারও কর্মবিরতি শুরু হয়। বিকেল ৫টায় কারখানার ছুটি হলে শ্রমিকেরা বাড়ি ফিরে যান। পরে কর্তৃপক্ষ দাবি মেনে নিয়ে একটি নোটিশ কারখানার গেটে টানিয়ে দেয়।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে—বিজিএমইএ কাঠামো অনুযায়ী শতভাগ গ্রেডিং বাস্তবায়ন, ঈদের ছুটিতে কোনো সাধারণ ছুটি কাটা যাবে না, বার্ষিক পিকনিক আয়োজন, স্বজনপ্রীতি বন্ধ, যোগদানের ভিত্তিতে ছুটির টাকা প্রদান, চলতি মাসেই বকেয়া পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধসহ আরও কয়েকটি দাবি।
তুসুকা গ্রুপের পরিচালক তারেক হাসান প্রথম আলোকে বলেন, ‘গতকাল শ্রমিকদের সব দাবি মেনে নোটিশ দেওয়া হয়েছে। কারখানা খোলা রাখা হয়েছিল। তারপরও আজ কর্মবিরতি চলছে। আমরা শ্রমিকদের ছাড়া কিছু করি না এবং শ্রমিক আইন মেনেই সবকিছু করি। কোনো সংশোধনের প্রয়োজন হলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে—এ কথাও নোটিশে জানানো হয়েছে। এই আন্দোলনের পেছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে। আজও শ্রমিকেরা গেটসহ বিভিন্ন জায়গায় তালা দিয়েছেন, আমাদের প্রবেশ করতে দিচ্ছেন না।’
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, শ্রমিকেরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। কারখানার সামনে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলামোটরে আকিজ সিরামিকসের শোরুম উদ্বোধন
দেশের টাইলস বাজারের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঢাকার বাংলামোটরে আরও একটি এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করেছে শীর্ষস্থানীয় ব্র্যান্ড আকিজ সিরামিকস।
গত বৃহস্পতিবার বাংলামোটরে আকিজ সিরামিকসের বিজনেস অ্যাসোসিয়েট শোরুম এন আলম সিরামিক সেন্টারে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং মো. শাহরিয়ার জামান, রোসার হেড অব সেলস বিশ্বজিৎ পাল এবং শোরুমের স্বত্বাধিকারী মো. নূরে আলম ভূঁইয়াসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
শোরুমটি সাজানো হয়েছে আধুনিক ডিজাইনের টাইলস ও নতুন সব পণ্য দিয়ে। ব্যবহার করা হয়েছে দৃষ্টিনন্দন ফার্নিচার ও উন্নত ডিসপ্লে সরঞ্জাম, যা গ্রাহকদের দেবে একটি অনন্য ও বাস্তব অভিজ্ঞতা।
বর্তমানে আকিজ সিরামিকস সারা দেশে ১৩০টির বেশি ‘স্টেট অব দ্য আর্ট’ লেভেলের নিজস্ব ও পার্টনার শোরুম পরিচালনার মাধ্যমে সর্বোচ্চ মানের গ্রাহকসেবা নিশ্চিত করছে। শোরুমের সংখ্যার দিক থেকেও এটি দেশের সবচেয়ে বড় টাইলস ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করেছে।
পরপর ছয়বার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং ‘সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করা আকিজ সিরামিকস সব সময়ই ‘প্রমিজ অব পারফেকশন’-এর অঙ্গীকারে নতুনত্ব ও গুণগত মান বজায় রেখে বাজারে মানসম্মত টাইলস সরবরাহ করে আসছে।