গুঞ্জন উঠেছে ঢাকাই সিনেমায় জুটি বাঁধতে চলেছেন আফরান নিশো এবং শবনম বুবলী। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে বুবলীকে এই গুঞ্জনের সত্যতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। নায়িকা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন, তার আগে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর সাফল্য এবং নানা তকমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শবনম বুবলী বলেন, ‘‘সবাই চাই যে, সব সিনেমা থেকে সবাই লাভবান হোক। সুপারহিট, ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট; এগুলো দরকার। এই তকমাগুলো আমাদের সিনেমার জন্য পজেটিভ, ইন্ডাস্ট্রির জন্য পজেটিভ, শিল্পীদের জন্য পজেটিভ। কিন্তু যার প্রোডিসার আছেন, টিম আছেন—তারা অবশ্যই সেটা এক্সপেক্ট করেন। সবাই মিলেমিশে যদি একটা সুন্দর সমাধানে আসা যায় সেটা খুব সহজেই আসলে সম্ভব।’’

ঈদুল আজহা উপলক্ষে নির্মিত কোনো সিনেমায় আফরান নিশোর সঙ্গে শবনম বুবলী জুটি বাঁধছেন কিনা? সাংবাদিকদের করা এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘‘আমরা এখনও রোজার ঈদের সিনেমার মুডেই আছি। সামনে সিনমা কখন কার সঙ্গে আসবে, আমার মনে হয় সেটা টিম থেকে বা প্রোডাকশন হাউস থেকে বলে দেবে।’’— বুবলী এই গুঞ্জনকে যেমন উড়িয়ে দেননি আবার সরাসরি হ্যাঁ-ও বলেননি। সুতরাং সত্য জানতে আরও অপেক্ষা করতে হবে বুবলী ও নিশো ভক্তদের।

আরো পড়ুন:

জেলের বন্ধুরা যে প্রশ্ন করেছিলো পরীমনিকে

হাসপাতালে সৃজিত মুখোপাধ্যায়

এই নায়িকা জানান, তিনি এখন ‘জংলি’ মুডে আছেন। আছেন ‘বরবাদ’ মুডেও।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বুবলী সম্পর্কে যা বললেন মিশা সওদাগর

ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী ও সিয়াম আহমেদ অভিনীয় সিনেমা জংলি। সব শ্রেণীর দর্শকের প্রশংসা পেয়েছে সিনেমাটি। আলাদাভাবে নজর করেড়ে শবনম বুবলীর বুদ্ধিদীপ্ত উপস্থিতি ও অভিনয়। বতমানে দেশের প্রথম সারির নায়িকাদের একজন শবনম বুবলী। শুটিং সেটে ডিসিপ্লিন মেনে চলার সুনাম রয়েছে তার। 

জংলি সিনেমার একটি দৃশ্য

আরো পড়ুন:

স্ত্রীকে বয়কটের ঘোষণা দিলেন হিরো আলম

মারা গেছেন হিরো আলমের বাবা

সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে খলনায়ক মিশা সওদাগর বলেন, ‘‘শুটিংসেটে যখন বুবলী বসে থাকে তখন ওকে দেখলে মনে হয় না যে একজন নায়িকা বসে আছে। বাতাসও মনে হয় ডিস্টার্ব অনুভব করে না। এত ডিসিপ্লিন। এই ডিসিপ্লিননেসটা অসাধারণ। মানুষকে সম্মান করার ব্যাপারটা অসাধারণ।’’ 

বুবলীর জন্য মিশা সওদাগরের পরামর্শ হচ্ছে, বুবলী যেন মানুষকে ছাড় দেয়। 

মিশা সওদাগর বলেন, ‘‘যত বেশি ছাড় দিবা তত ভালো। ছাড় দাও। সব কিছুতে ছাড় যতই দিবা অতই ভালো থাকবা। জীবনতো একটাই ছাড় দাও।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • বুবলী সম্পর্কে যা বললেন মিশা সওদাগর