তুরস্কের বিভিন্ন পত্রিকায়-টিভি চ‍্যানেলে বেশ গুরুত্বসহকারে প্রকাশিত হয়েছে শাহেন শাহর গবেষণার খবর। সে দেশের ইলদিজ টেকনিক্যাল ইউনিভার্সিটির ইলেকট্রনিকস ও যোগাযোগ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছেন এই প্রবাসী বাংলাদেশি।

কী তাঁর গবেষণার বিষয়

শাহেন শাহ বুঝিয়ে বললেন, ‘ভূমিকম্প, বন্যা বা এ ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ে। মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। ২০২৩ সালে তুরস্কে যখন ভয়াবহ ভূমিকম্প হলো, তখনো আমরা এ রকম পরিস্থিতি দেখেছি। আবার গত বছর বাংলাদেশের বন্যার সময়ও দেখেছি, ফেনীসহ বিভিন্ন অঞ্চলে যোগাযোগের সমস্যার কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছিল। ইলদিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষককে সঙ্গে নিয়ে এ সমস্যার একটা সমাধান আমি খুঁজেছি।’

মূলত একাধিক ড্রোনের মাধ্যমে নেটওয়ার্ক সচল রাখার একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন শাহেন শাহ। তিনি বলেন, ‘ধরা যাক, একটি বেস স্টেশন আশপাশের দুই কিলোমিটার এলাকাজুড়ে কাজ করে। আমাদের মডেল অনুযায়ী, পাঁচটি ড্রোন এই একটি বেস স্টেশনের কাজ করবে। আমার এই আবিষ্কার বিখ্যাত ড্রোনস জার্নালে প্রকাশিত হয়েছে ২০২৩ সালের জানুয়ারিতে।’

তুরস্কের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা পরিষদ এবং ইলদিজ বিশ্ববিদ্যালয়ের সহায়তায় পরিচালিত এই প্রকল্পে প্রাথমিক সফলতা পাওয়া গেছে। এখন এটি বাস্তবায়নের অপেক্ষায় আছে।

ইলদিজ টেকনিক্যাল ইউনিভার্সিটির ইলেকট্রনিকস ও যোগাযোগ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছেন এই প্রবাসী বাংলাদেশি।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে মানববন্ধন

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ‘সর্বস্তরের জনগণ’ নামে ব্যানারে এই কর্মসূচি আয়োজন করা হয়।

এ সময় বক্তারা ২০২৩ সালের নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবি জানান।

আরো পড়ুন:

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ 

২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

বক্তারা বলেন, ২০২৩ সালের জুনে বিসিসি নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের ফয়জুল করীম প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হাতপাখা প্রতীকের প্রার্থীর ওপর ন্যক্কারজনক হামলা চালায়। ওই নির্বাচনে দলীয়করণ করে নৌকার পক্ষে কাজ করে নির্বাচন কমিশন।

বিসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে দ্বিতীয় স্থানে থাকা ফয়জুল করীম তাকে মেয়র ঘোষণা করতে আদালতে মামলার আবেদন করেছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বরিশাল সিটি নির্বাচনী ট্রাইব্যনালের বিচারক ও সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে আবেদনটি করেন ফয়জুল করীম। তার পক্ষে আদালতে আবেদন দাখিল করেন তার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির।

ঢাকা/পলাশ/রাসেল

সম্পর্কিত নিবন্ধ

  • ইসরায়েলকে ড. ইউনূসের ১ হাজার কোটি টাকা দেওয়ার তথ্যটি ভুয়া:
  • অধ্যাপক ইউনূস ইসরায়েলকে টাকা দিয়েছেন, এ দাবি ভুয়া: প্রেস উইং
  • শিল্পা শেঠির টাকা আয়ের কৌশল ফাঁস 
  • আবারও ২০০ কোটি টাকার মুনাফার ঘরে আইডিএলসি ফাইন্যান্স
  • ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে মানববন্ধন
  • বরিশাল সিটির মেয়র পদে বিজয়ী ঘোষণা করতে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন ফয়জুল করীমের
  • ফয়জুল করীমকে মেয়র ঘোষণা চেয়ে মামলা 
  • চরমোনাই পীরের ভাই ফয়জুলকে বিজয়ী চেয়ে মামলা 
  • স্ত্রী রিয়া মনিকে তালাকের ঘোষণা দিলে আবার আলোচনায় হিরো আলম