একেই মনে হয় বলে ‘চ্যাম্পিয়নস লাক’। লা লিগার ম্যাচে শনিবার (১৯ এপ্রিল) রাতে সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনা পিছিয়ে ছিল ৩-১ ব্যবধানে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় হান্সি ফ্লিকের দল। বার্সা তাদের ম্যাচজয়ী গোলটা করে খেলার ৯৮তম মিনিটে!

শনিবার এক রোলার-কোস্টার ম্যাচে সেল্টার বিপক্ষে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। রাফিনহার যোগকরা সময়ের পেনাল্টি থেকে পাওয়া গোলটার সুবাদে ৩ পয়েন্ট নিশ্চিত হয় কাতালান জায়ান্টদের। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে লিগ টেবিলে সাত পয়েন্ট এগিয়ে থাকাটা নিশ্চিত হলো তাদের।

ঘরের মাঠ অলিপমিক লুইস স্টেডিয়ামে বার্সেলোনা ১২তম মিনিটে এগিয়ে যায়। ফরোয়ার্ড ফেরান তোরেস এগিয়ে দেয় তাদের। তবে সেই লিড মাত্র মিনিট তিনেক ধরে রাখতে পারে তারা। গোলরক্ষক ভয়েচেক সেজনির একটি ক্রস ভুলভাবে সামলানোর ফলে সেল্টার বরজা ইগলেসিয়াস গোল করে সমতা আনেন।

আরো পড়ুন:

এমবাপ্পের লাল কার্ড, এক ম্যাচের জন্য নিষিদ্ধ

১০ জনের রিয়ালের কষ্টার্জিত জয়, এমবাপ্পের প্রথম লাল কার্ড

স্প্যানিশ ফরোয়ার্ড ইগলেসিয়াস বিরতির ৫২ ও ৬২ মিনিটের মধ্যে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। গোল দুটির ক্ষেত্রেই একই কায়দায় গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। তখন মনে হচ্ছিল বার্সা নিশ্চিত্তভাবেই এই ম্যাচে পয়েন্ট হারাতে যাচ্ছে। তবে দুই রাত আগে ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের ১০ মিনিটের মধ্যে ৩ গোল করে ম্যাচ জয়টা মনে হয় টনিক দিয়েছিল বার্সাকে।

বার্সার বদলি খেলোয়াড় দানি ওলমো ও রাফিনহা মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে। ম্যাচের ৬৪ ও ৬৮ মিনিটের দুই গোলের সুবাদে ৩-৩ গোলের সমতায় আসে ম্যাচ।

সফরকারী সেল্টা তখনও লড়ে যাচ্ছিল, কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ওলমোর ওপর ফাউলের জন্য একটি পেনাল্টি দেওয়া হয়। ভিএআর চেকের পর নিশ্চিত হয় পেনাল্টি। রাফিনহা এরপর ৯৮তম মিনিটে বলটি জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন।

৩২ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৬৬ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ ল কর

এছাড়াও পড়ুন:

৩-১ এ পিছিয়ে পড়েও বার্সার ধ্রুপদী জয়

একেই মনে হয় বলে ‘চ্যাম্পিয়নস লাক’। লা লিগার ম্যাচে শনিবার (১৯ এপ্রিল) রাতে সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনা পিছিয়ে ছিল ৩-১ ব্যবধানে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় হান্সি ফ্লিকের দল। বার্সা তাদের ম্যাচজয়ী গোলটা করে খেলার ৯৮তম মিনিটে!

শনিবার এক রোলার-কোস্টার ম্যাচে সেল্টার বিপক্ষে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। রাফিনহার যোগকরা সময়ের পেনাল্টি থেকে পাওয়া গোলটার সুবাদে ৩ পয়েন্ট নিশ্চিত হয় কাতালান জায়ান্টদের। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে লিগ টেবিলে সাত পয়েন্ট এগিয়ে থাকাটা নিশ্চিত হলো তাদের।

ঘরের মাঠ অলিপমিক লুইস স্টেডিয়ামে বার্সেলোনা ১২তম মিনিটে এগিয়ে যায়। ফরোয়ার্ড ফেরান তোরেস এগিয়ে দেয় তাদের। তবে সেই লিড মাত্র মিনিট তিনেক ধরে রাখতে পারে তারা। গোলরক্ষক ভয়েচেক সেজনির একটি ক্রস ভুলভাবে সামলানোর ফলে সেল্টার বরজা ইগলেসিয়াস গোল করে সমতা আনেন।

আরো পড়ুন:

এমবাপ্পের লাল কার্ড, এক ম্যাচের জন্য নিষিদ্ধ

১০ জনের রিয়ালের কষ্টার্জিত জয়, এমবাপ্পের প্রথম লাল কার্ড

স্প্যানিশ ফরোয়ার্ড ইগলেসিয়াস বিরতির ৫২ ও ৬২ মিনিটের মধ্যে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। গোল দুটির ক্ষেত্রেই একই কায়দায় গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। তখন মনে হচ্ছিল বার্সা নিশ্চিত্তভাবেই এই ম্যাচে পয়েন্ট হারাতে যাচ্ছে। তবে দুই রাত আগে ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের ১০ মিনিটের মধ্যে ৩ গোল করে ম্যাচ জয়টা মনে হয় টনিক দিয়েছিল বার্সাকে।

বার্সার বদলি খেলোয়াড় দানি ওলমো ও রাফিনহা মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে। ম্যাচের ৬৪ ও ৬৮ মিনিটের দুই গোলের সুবাদে ৩-৩ গোলের সমতায় আসে ম্যাচ।

সফরকারী সেল্টা তখনও লড়ে যাচ্ছিল, কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ওলমোর ওপর ফাউলের জন্য একটি পেনাল্টি দেওয়া হয়। ভিএআর চেকের পর নিশ্চিত হয় পেনাল্টি। রাফিনহা এরপর ৯৮তম মিনিটে বলটি জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন।

৩২ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৬৬ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ