বাম দলগুলোর সঙ্গে বিএনপির ‘বৈঠক’ বিকেলে
Published: 20th, April 2025 GMT
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ রোববার সিপিবিসহ বাম ধারার দলগুলোর সঙ্গে ‘অনানুষ্ঠানিক বৈঠক’ করবে বিএনপি। বিকেল ৪টায় রাজধানীর বনানী বা গুলশানে বিএনপির কোনো এক নেতার বাসায় এই বৈঠক হতে পারে। সকালে স্থান ঠিক হবে বলে জানা গেছে।
এ বিষয়ে শনিবার সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সমকালকে বলেন, ‘অনানুষ্ঠানিকভাবে তো আমাদের মধ্যে দেখা-সাক্ষাৎ হয়। আনুষ্ঠানিক সে রকম কিছু না। আমি পরশু দেশের বাইরে যাব। রোববার দেখা-সাক্ষাতের সম্ভাবনা আছে।’
তিনি জানান, গত শুক্র ও শনিবার বিএনপি নেতারা একাধিকবার তাঁর সঙ্গে কথা বলেছেন। সাক্ষাতে তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
বাম গণতান্ত্রিক জোটভুক্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক বাসদ নেতারা রোববারের সম্ভাব্য বৈঠককে ‘অনানুষ্ঠানিক চা চক্র’ উল্লেখ করে বলেছেন, বিএনপি নেতাদের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষে বাম গণতান্ত্রিক জোটের বৈঠক ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রশ্নে কীভাবে ঐক্য করা যায়, সে ব্যাপারে সিপিবি, বাসদসহ বাম ধারার দলগুলোর সঙ্গে আলোচনা হবে। ইতোমধ্যে তারাও নির্বাচনের বিষয়ে মতপ্রকাশ করেছে।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজধানীতে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু
রাজধানীর ইসলামবাগে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ হাসান নামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ সালমান বলেছেন, “আমার বাবা প্লাস্টিক কারখানার মিস্ত্রি ছিলেন। রাতে মেশিনে প্লাস্টিকের দানা দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তিনি জানান, মোহাম্মদ হাসানের বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানা এলাকায়। তারা লালবাগের শহীদ নগর এলাকায় থাকেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানিয়েছেন, মোহাম্মদ হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ঢাকা/রফিক