তখন নাকি সালমান খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্ক চলমান। বলিউডে আবির্ভাব হয়েছে নতুন কাপুর, রণবীরের। তাঁর প্রেম আবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে। তবে রণবীর ও ক্যাটরিনা দুজনেই জড়ান নতুন সম্পর্কে। ক্যাটরিনা আর রণবীরের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো। এরপর প্রেমের গুঞ্জন, প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকত দুই তারকার সম্পর্কের খবর। তবে কেউই প্রেমের কথা তখন সরাসরি স্বীকার করেননি, করেছেন সম্পর্কে ভেঙে যাওয়ার পর। কিন্তু কেন ভেঙে গিয়েছিল দুই তারকার বহুল চর্চিত প্রেম? হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮, ইন্ডিয়া টুডে অবলম্বনে সে প্রশ্নের উত্তর খোঁজা যাক।

প্রথম দেখা
২০০৮ সালে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রথম দেখা। উপলক্ষ ক্যাটরিনার জন্মদিন। সেই জন্মদিনের পার্টিতে আবার রণবীরকে নিয়ে গিয়েছিলেন কে জানেন? রণবীরের তখনকার প্রেমিকা দীপিকা পাড়ুকোন!

সিনেমার দৃশ্যে ক্যাটরিনা ও রণবীর। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: রণব র র

এছাড়াও পড়ুন:

খান পরিবারের বউ সীমা এখন কেমন আছেন

সীমা সাজদেহ একটা সময় সালমান খানের পরিবারের বউ ছিলেন। ১৯৯৮ সালে সীমাকে বিয়ে করেছিলেন অভিনেতা সোহেল খান। তবে ২০০২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। অতিসম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন তিনি।

‘দ্য হিলিং সার্কেল’কে দেওয়া সাক্ষাৎকারে সীমা জানান, বিয়ের পর তিনি অন্যের ওপর বেশ নির্ভরশীল হয়ে পড়েছিলেন। বিবাহবিচ্ছেদের পর তাঁকে অনেক কিছু সামলাতে হচ্ছে। সীমা বলেন, বিবাহবিচ্ছেদ তাঁর জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট।

সোহেল ও সীমা। এক্স থেকে

সম্পর্কিত নিবন্ধ