হঠাৎ এক্সপ্রেসওয়েতে মালিকবিহীন ঘোড়া, অতঃপর...
Published: 20th, April 2025 GMT
মুন্সীগঞ্জের শ্রীনগরে হঠাৎ একটি মালিকবিহীন ঘোড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওপরে উঠে গেলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘোড়াটি এক্সপ্রেসওয়েতে উঠে এলোমেলোভাবে দৌড়াতে শুরু করে। এতে এক্সপ্রেসওয়েতে চলাচলরত গাড়িচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিন উদ্দিন বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করেন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শান্তু রহমান বলেন, ‘‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় ঘোড়াটিকে এক্সপ্রেসওয়ে থেকে তাড়িয়ে দিতে সক্ষম হই।’’
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, ‘‘ইউএনওর নির্দেশে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। কিন্তু, ঘোড়াটি খুবই উত্তেজিত ছিল এবং এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে ছুটে বেড়াচ্ছিল। ফলে তাকে এক্সপ্রেসওয়ে থেকে নামাতে আমাদের প্রায় এক ঘণ্টার মতো সময় লাগে। অবশেষে ঘোড়াটি ঢাকামুখী লেন হয়ে ছুটে এক্সপ্রেসওয়ের বাইরে চলে গেলে অভিযান শেষ হয়।’’
ঢাকা/রতন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
রাজশাহী নগরের ঘোড়ামারা এলাকায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে একটি দোকানের ব্যবস্থাপকের কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র ৪০০ মিটার দূরে মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা এ ঘটনা ঘটায়।
ভুক্তভোগী দিলীপ কুমার প্রামাণিক বলেন, তিনি রিলায়েন্স অটো নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। আগের দিনের বিক্রির সাড়ে ১২ লাখ টাকা মালিকের কুমারপাড়া চালপট্টি এলাকার বাসা থেকে ব্যাগে করে নিয়ে তিনি রিকশায় করে দোকানে যাচ্ছিলেন। পথে ঘোড়ামারা এলাকায় পৌঁছালে রিকশাচালক হঠাৎ সাগরপাড়া মহল্লার একটি গলির দিকে মোড় নেন। ঠিক তখনই পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশার পথ রোধ করে তাঁর চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দেন। তখন তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। এ সময় ছিনতাইকারীরা তাঁর পিঠে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গেলে তিনি বাধা দেন। ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর ডান হাতের কনুই ও বাঁ হাতের আঙুল কেটে যায়। ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালানোর সময় প্রায় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে যায়, তবে বাকি টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
রিলায়েন্স অটোর মালিক বিপুল কুমার ঘোষ বলেন, দিলীপ তাঁদের বিশ্বস্ত কর্মচারী। দীর্ঘদিন ধরে কাজ করছেন। প্রতিদিনই তিনি এভাবে টাকা নিয়ে অফিসে আসেন।
ঘটনার পরপরই বোয়ালিয়া থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেন। রিকশাচালক ভাড়া না নিয়ে পালিয়ে যাওয়ায় তাঁকে সন্দেহ করা হচ্ছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্ত ও আটক করার চেষ্টা করছি।’