যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে প্রায় ১০ হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। এসব নথিতে ঘাতকের হাতে লেখা নোট আছে। নোটে ঘাতক লিখেছিলেন, রবার্ট এফ কেনেডিকে ‘অবশ্যই নির্মূল করতে হবে’। ডেমোক্রেটিক পার্টির এই রাজনীতিককে হত্যার জন্য তিনি যে মরিয়া ছিলেন, সেই কথাও নোটে লিখেছিলেন।

গত ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। দায়িত্ব নিয়েই তিনি একটি নির্বাহী আদেশে সই করেছিলেন। ট্রাম্পের সেই আদেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তাঁর ভাই রবার্ট এফ কেনেডি এবং মার্টিন লুথার কিং জুনিয়র হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট নথিপত্র প্রকাশের পরিকল্পনা পেশ করতে ফেডারেল সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল।

ট্রাম্পের নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে গত মাসে ১৯৬৩ সালের বহুল আলোচিত ও রহস্যঘেরা জন এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে প্রায় ৮০ হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করা হয়। এর এক মাসের মাথায় ১৯৬৮ সালের আরেক আলোচিত হত্যাকাণ্ড নিয়ে হাজারো নথি প্রকাশ করল ওয়াশিংটন।

১৯৬৮ সালের ৫ জুন লস অ্যাঞ্জেলেসের দ্য অ্যাম্বাসেডর হোটেলে রবার্ট এফ কেনেডিকে গুলি করে হত্যা করা হয়। মৃত্যুর কিছুক্ষণ আগে ক্যালিফোর্নিয়ায় দলের প্রার্থী নির্বাচনে (প্রেসিডেনশিয়াল প্রাইমারি) নিজের বিজয় উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিয়েছিলেন রবার্ট এফ কেনেডি। তাঁর হত্যাকারীর নাম সিরহান, যাঁকে পরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে শিরহানের যে নোট প্রকাশ করা হয়েছে, তাতে তিনি লিখেছিলেন, ‘ভাইয়ের মতো রবার্ট এফ কেনেডিকেও অবশ্যই নির্মূল করতে হবে।’ এই নোট পাওয়া গিয়েছিল লস অ্যাঞ্জেলেসের ইন্টারনাল রেভনিউ সার্ভিসের দপ্তর থেকে।

পাসাদেনা সিটি কলেজের নোটবুকে শিরহানের লেখা আরও একটি নোট প্রকাশ করা হয়েছে। তাতে তিনি লিখেছিলেন, ‘রবার্ট এফ কেনেডিকে মরতেই হবে’ এবং ‘তাঁকে অবশ্যই হত্যা করতে হবে।’ এ ছাড়া ১৯৬৮ সালের ১৮ মে একটি নোটে ঘাতক শিরহান আরও লিখেছিলেন, ‘রবার্ট এফ কেনেডিকে নির্মূল করার আমার যে দৃঢ়সংকল্প, এখনো তা অটল।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এবার রবার্ট এফ কেনেডি হত্যা নিয়ে ১০ হাজার নথি প্রকাশ

যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে প্রায় ১০ হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। এসব নথিতে ঘাতকের হাতে লেখা নোট আছে। নোটে ঘাতক লিখেছিলেন, রবার্ট এফ কেনেডিকে ‘অবশ্যই নির্মূল করতে হবে’। ডেমোক্রেটিক পার্টির এই রাজনীতিককে হত্যার জন্য তিনি যে মরিয়া ছিলেন, সেই কথাও নোটে লিখেছিলেন।

গত ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। দায়িত্ব নিয়েই তিনি একটি নির্বাহী আদেশে সই করেছিলেন। ট্রাম্পের সেই আদেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তাঁর ভাই রবার্ট এফ কেনেডি এবং মার্টিন লুথার কিং জুনিয়র হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট নথিপত্র প্রকাশের পরিকল্পনা পেশ করতে ফেডারেল সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল।

ট্রাম্পের নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে গত মাসে ১৯৬৩ সালের বহুল আলোচিত ও রহস্যঘেরা জন এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে প্রায় ৮০ হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করা হয়। এর এক মাসের মাথায় ১৯৬৮ সালের আরেক আলোচিত হত্যাকাণ্ড নিয়ে হাজারো নথি প্রকাশ করল ওয়াশিংটন।

১৯৬৮ সালের ৫ জুন লস অ্যাঞ্জেলেসের দ্য অ্যাম্বাসেডর হোটেলে রবার্ট এফ কেনেডিকে গুলি করে হত্যা করা হয়। মৃত্যুর কিছুক্ষণ আগে ক্যালিফোর্নিয়ায় দলের প্রার্থী নির্বাচনে (প্রেসিডেনশিয়াল প্রাইমারি) নিজের বিজয় উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিয়েছিলেন রবার্ট এফ কেনেডি। তাঁর হত্যাকারীর নাম সিরহান, যাঁকে পরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে শিরহানের যে নোট প্রকাশ করা হয়েছে, তাতে তিনি লিখেছিলেন, ‘ভাইয়ের মতো রবার্ট এফ কেনেডিকেও অবশ্যই নির্মূল করতে হবে।’ এই নোট পাওয়া গিয়েছিল লস অ্যাঞ্জেলেসের ইন্টারনাল রেভনিউ সার্ভিসের দপ্তর থেকে।

পাসাদেনা সিটি কলেজের নোটবুকে শিরহানের লেখা আরও একটি নোট প্রকাশ করা হয়েছে। তাতে তিনি লিখেছিলেন, ‘রবার্ট এফ কেনেডিকে মরতেই হবে’ এবং ‘তাঁকে অবশ্যই হত্যা করতে হবে।’ এ ছাড়া ১৯৬৮ সালের ১৮ মে একটি নোটে ঘাতক শিরহান আরও লিখেছিলেন, ‘রবার্ট এফ কেনেডিকে নির্মূল করার আমার যে দৃঢ়সংকল্প, এখনো তা অটল।’

সম্পর্কিত নিবন্ধ