৬০০ বছর আগের শামসুদ্দিন ইউসুফ শাহের সময়ের রুপার মুদ্রা থেকে শুরু করে বিনিময়ের জন্য ব্যবহার করা পাথর দেখা যাওয়া যাবে ‘ঢাকা নিউমিস শো ২০২৫’–এ। আছে উয়ারী–বটেশ্বর থেকে পাওয়া খ্রিষ্টপূর্ব সময়ের প্রাচীন মুদ্রাও। তামা, রুপা ও কপার থেকে শুরু করে বিনিময়ের জন্য ব্যবহার করা কড়ির স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।

কোনোটি মুদ্রার প্রচলনকারীর নামের সঙ্গে পরিচিত। কোনোটির রয়েছে যুদ্ধ, সংকট ও স্মৃতির স্মারক হিসেবে ঐতিহাসিক গুরুত্ব। যেমন ফরাসি বিপ্লবের সময় ব্যবহার করা কাগজের নোটটি। এর সংগ্রাহক এ কে এম কামরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বললেন, তাঁর সংগ্রহে থাকা এক কোনা ছেঁড়া কাগজের এই মুদ্রার প্রচলন ছিল ১৭৮৯ সাল থেকে ১৯৩৮ সালের মধ্যে। এটি পৃথিবীর অন্যতম বড় মাপের কাগজের নোট।

৭০ জনের বেশি সংগ্রাহকের সংগ্রহ নিয়ে শুরু হয়েছে এই প্রদর্শনী। পুরোনো শত শত মুদ্রার গায়ে লেপ্টে রয়েছে ইতিহাস। সেই ইতিহাস নিয়ে হাজির হয়েছে শৌখিন সংগ্রাহকদের সংগঠন ওল্ড ঢাকা কালেক্টরস সোসাইটি (ওডিসিএস)। ঢাকাভিত্তিক শৌখিন সংগ্রাহকদের সংগঠন ওডিসিএস-ই ঢাকা নিউমিস শো ২০২৫ নামের এ প্রদর্শনীর আয়োজন করেছে।

আয়োজকেরা মনে করছেন, এটি দেশের মুদ্রা-ইতিহাসের অনুরাগী ও সংগ্রাহকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে। এর সবই ব্যক্তিগত সংগ্রহের। গত শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী হলে উদ্বোধন হয় প্রদর্শনীর। উদ্বোধনী আয়োজনে উপস্থিত হয়েছেন ইতিহাসপ্রেমী, গবেষক, সংগ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গত শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী হলে উদ্বোধন হয় প্রদর্শনীর। শেষ হবে রোববার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাতীয় পর্যায়ে আয়োজিত হতে যাচ্ছে ‘এআই অলিম্পিয়াড ২০২৫’

জাতীয় পর্যায়ে আয়োজিত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (আই) বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘এআই অলিম্পিয়াড ২০২৫’, যা যৌথভাবে আয়োজন করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। এআই অলিম্পিয়াডে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে দেশের অন্যতম প্রধান গণমাধ্যম প্রথম আলো। ২৬ এপ্রিল ঢাকার সোবহানবাগে ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহীরা ২৪ এপ্রিল পর্যন্ত aiolympiad.xyz ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

এআই অলিম্পিয়াড ২০২৫ প্রতিযোগিতাটি তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে—প্রাইমারি ক্যাটাগরি (স্কুল পর্যায়), সেকেন্ডারি ক্যাটাগরি (কলেজ ও ডিপ্লোমা পর্যায়) এবং টারশিয়ারি ক্যাটাগরি (বিশ্ববিদ্যালয় ও এআই পেশাদার)। এ আয়োজনের মূল লক্ষ্য হলো তরুণ শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, বাস্তব সমস্যা সমাধানে উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করা এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা।

প্রতিযোগিতায় দেশি-বিদেশি গবেষক ও বিশেষজ্ঞদের দিয়ে প্রকল্প মূল্যায়ন করা হবে, বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় নগদ পুরস্কার, আন্তর্জাতিক স্বীকৃতিসহ সনদ। এ ছাড়া অংশগ্রহণকারীরা এআই ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের ওয়ার্কশপ ও নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণ করতে পারবেন। এই অলিম্পিয়াডের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্ম এআই প্রযুক্তিতে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন এবং একটি উদ্ভাবনী বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাবেন। এখনই রেজিস্ট্রেশন করুন এবং জাতীয় পর্যায়ে আপনার এআই উদ্ভাবন তুলে ধরার সুযোগ গ্রহণ করুন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ

  • সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশের নিবন্ধন শুরু
  • বিস্ময়কর দাবি করে ফের বিতর্কে জড়ালেন উর্বশী
  • স্মৃতি-আনন্দ-উচ্ছ্বাসে ভরে গেল স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫
  • পাকিস্তানের কাছে আজ হারলেও যেভাবে বিশ্বকাপে যেতে পারে বাংলাদেশ
  • আজ টিভিতে যা দেখবেন (১৯ এপ্রিল ২০২৫)
  • ওয়াক্‌ফ আইন স্থগিত এবং নতুন চ্যালেঞ্জ
  • আজ টিভিতে যা দেখবেন (১৮ এপ্রিল ২০২৫)
  • জাতীয় পর্যায়ে আয়োজিত হতে যাচ্ছে ‘এআই অলিম্পিয়াড ২০২৫’
  • এক বিস্ময়কর অধ্যায়