রেলওয়ের জমি দখলের অভিযোগ নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দু’পক্ষের মধ্যে দিনভর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে পাঠানটুলী এলাকায় জমি দখলের বিরুদ্ধে মানববন্ধনের পর প্রথম দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকেল ৪টার দিকে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেনাবাহিনী সাড়ে ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, পাঠানটুলী এলাকার নিট কনসার্ন গ্রুপের ভেতরের জমি রেলওয়ের কাছ থেকে ইজারা নেওয়া। একই এলাকার বাসিন্দা সাব্বির ভূঁইয়া প্রতিষ্ঠানের ভেতর ৪ শতাংশ জমির মালিকানা দাবি করেন। তাঁর বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের সময় একটি হত্যার ঘটনায় মামলাও আছে। ওই জমি দখলমুক্ত করার জন্য সম্প্রতি তিনি ফতুল্লার হাজীগঞ্জের বাসিন্দা ফাহিম খন্দকার মো.

অনিককে পাওয়ারনামা দেন। অনিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের সংগঠক বলে জানিয়েছেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক মাহফুজ খান।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকালে অনিকের নেতৃত্বে ১৫-২০ জন ছাত্র-জনতার ব্যানারে নিট কনসার্ন গ্রুপকে জমি দখলকারী আখ্যা দিয়ে মানববন্ধন করেন। তারা ওই প্রতিষ্ঠানের দেওয়া টিনের বেড়া ভাঙচুর করেন। তখন নিট কনসার্নের শ্রমিকরা তাদের ধাওয়া দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 
বিকেল সাড়ে ৪টার দিকে অর্ধশতাধিক লোক বৈষম্যবিরোধী ছাত্র পরিচয় দিয়ে নিট কনসার্ন গ্রুপের সামনে জড়ো হন। এ সময় এই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের একাংশ বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। তারা ভেঙে ফেলা টিনের বেড়াটি আবার লাগিয়ে ফেলে। এ সময় ছাত্রনেতা পরিচয় দেওয়া লোকজন শ্রমিকদের প্রতিহত করতে পুলিশের কাছে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুলিশ তাদের কথা না শোনায় বিক্ষোভকারীরা জেলা সহকারী পুলিশ সুপার হাসিনুজ্জামান ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলমের সঙ্গে অসদাচরণ শুরু করেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর একটি দল। তারা বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে অবস্থান নিলে দুই পক্ষ সরে যায়। ফাহিম খন্দকার মো. অনিক বলেন, ‘আমি সাব্বির ভূঁইয়ার কাছ থেকে এই জমি পাওয়ারনামা দলিল করে নিয়েছি। জমির দখল ছেড়ে দিতে বলায় নিট কনসার্ন গ্রুপের লোকজন আমাদের ওপর হামলা করে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক মাহফুজ খানের ভাষ্য, কর্মসূচিতে জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান, সদস্য সচিব জাভেদ আলম, মহানগরের সদস্য সচিব হৃদয় ভূঁইয়ার নেতৃত্বে অন্য নেতারা ছিলেন। তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। কিন্তু নিট কনসার্ন গ্রুপের ভাড়াটে গুণ্ডারা হামলা করেছে। এতে অনিকসহ চার-পাঁচজন আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। রোববার (আজ) এ বিষয়ে নারায়ণগঞ্জে সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। 
হামলার অভিযোগ অস্বীকার করে নিট কনসার্স গ্রুপের পরিচালক মো. জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, ‘এটি রেলওয়ের সরকারি জমি। জমিটি আমরা সরকারের কাছ থেকে লিজ নিয়েছি। বছরে ৩৭ লাখ ১৩ হাজার ৮০৮ টাকা কর দেই। ছাত্র-জনতার ব্যানারে কিছু লোক এসে জমি দখলের জন্য আমাদের দেওয়া বেড়া ভেঙে ফেলে। আমাদের এখানে প্রায় ২৬ হাজার শ্রমিক রয়েছে। যদি আমরা হামলা করতাম, তাদের অস্তিত্ব থাকত না।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম বলেন, সরকারি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
ওসি শাহিনূর আলম ও সহকারী পুলিশ সুপার হাসিনুজ্জামান অসদাচরণের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। হাসিনুজ্জামান বলেন, ‘আমরা দুই পক্ষকে শান্ত করেছি। পরে বিষয়টি দেখার দায়িত্ব নেয় সেনাবাহিনী।’

উৎস: Samakal

কীওয়ার্ড: ন ট কনস র ন গ র প র স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ র আলম এ সময় সরক র

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউন ও দোকানে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুইটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় ঘটনাটি ঘটে। 

এলাকাবাসী জানান, ঢাকেশ্বরী এলাকার আল আমিন নামে এক ঝুট ব্যবসায়ীর গোডাউনে প্রথমে আগুন লাগে। পরে আগুন পাশের আব্দুল হাইয়ের মালিকানাধীন ডেকোরেটর দোকান ও ড্রাম ওয়েস্টের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে উভয় দোকানের মালামাল পুড়ে  যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরো পড়ুন:

চাঁদপুরে ১০ দোকানে আগুন

দীঘিনালায় বাজারে লাগা আগুনে পুড়ল ১৬ প্রতিষ্ঠান

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আশিক বলেন, “আগুন নিয়ন্ত্রণ আনতে আমাদের দুইটি ইউনিট কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। টিনের গোডাউনে আগুন লেগেছে। হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।”

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • থানার ওসির ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল
  • গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান নারায়ণগঞ্জ চেম্বারের
  • আড়াইহাজার থানার ওসির ঘুষ গ্রহণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
  • ছোট্ট শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার
  • সিদ্ধিরগঞ্জে বালুর মাঠ থেকে বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার
  • বন্দরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সমাবেশ 
  • দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দক্ষ ও আদর্শবান দায়িত্বশীল তৈরির বিকল্প নেই 
  • শ্রমিক নেতা আব্দুল মোমিন ও আব্দুল মান্নান কে ফুলেল শুভেচ্ছা
  • নারায়ণগঞ্জে ঝুটের গোডাউন ও দোকানে আগুন