জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশে রাষ্ট্রীয় সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কার নিয়েও জোরেশোরে কথাবার্তা চলেছে। অবশ্য রাষ্ট্রীয় সংস্কারের আলোচনা যতটা জোর পাচ্ছে, রাজনৈতিক দলগুলোর সংস্কারের কথা ততটা পাচ্ছে না। আবার সেই রাজনৈতিক সংস্কারের আলোচনায় দেড় দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের প্রসঙ্গ আসছে আরও কম। বরং আলোচনাটা দাঁড়িয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা। 

দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের এমন করুণ পরিণতি হলো কেন? আমার ধারণা, গণমানুষের নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগে যখন থেকে শেখ হাসিনা নব্য ধনীদের যুক্ত করতে শুরু করেছেন, তখন থেকেই দলটির এমন করুণ পরিণতির ভিত রচনা হয়েছিল। বস্তুত, বিস্ময়করভাবে, মওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে শেখ হাসিনা রীতিমতো ক্রোনি ক্যাপিটালিজমের লীলাক্ষেত্রে পরিণত করেছিলেন।

আমরা জানি, ১৯৪৯ সালের ২৩ জুন আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছিল আওয়ামী লীগ। তখন কারাবন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হয়েছিল যুগ্ম সম্পাদক। পরে শামসুল হক অপ্রকৃতিস্থ হয়ে যাওয়ায় বঙ্গবন্ধু দলের সাধারণ সম্পাদক হিসেবে হাল ধরেন। মওলানা ভাসানী আওয়ামী লীগ ত্যাগ করার পর ১৯৫৭ সালে সভাপতি হন মওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ। ১৯৬৬ সালে সভাপতি হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জন্মলগ্ন থেকে এই তিন সভাপতির নেতৃত্বেই আওয়ামী লীগ এ দেশের শ্রমজীবী কৃষক-শ্রমিক ও জনগণের রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছিল। 

বিশেষত ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা ঘোষণার পথ ধরে আওয়ামী লীগ পরিণত হয়েছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানের জনগণের সর্ববৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্মে। ১৯৭০ সালের নির্বাচনে এসেছিল ভূমিধস বিজয়। একাত্তরের ২৬ মার্চ সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদের নেতৃত্বাধীন সরকার যে আনুষ্ঠানিক ঘোষণাপত্র দিয়েছিল, সেখানে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের তিনটি মূলনীতি ঘোষিত হয়েছিল: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। তিন মূলনীতির মধ্যে রয়েছে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। এর ভিত্তিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়লগ্নে যাত্রা শুরু হয়েছিল মুক্তিযুদ্ধে বিজয়ী স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের।

স্বাধীন দেশে এসে আওয়ামী লীগের মতো গণমানুষের শক্তিতে বলীয়ান একটি রাজনৈতিক দল কীভাবে গণমানুষের আশা-আকাঙ্ক্ষা থেকে সরে গেল? জনমানুষের রাজনৈতিক দল আওয়ামী লীগ কীভাবে ধীরে ধীরে ক্রোনি ক্যাপিটালিজম বা লুটেরা পুঁজিবাদ, ক্লেপ্টোক্রেসি বা চৌর্যতন্ত্র এবং নব্যধনী নিয়ন্ত্রিত শাসকগোষ্ঠী বা অলিগার্কিতে রূপান্তরিত হলো? এর দায় প্রায় সাড়ে চার দশক ধরে দলটির সভাপতি শেখ হাসিনাকে নিতে হবে।

এটা ঠিক, ১৯৭৫ সালে সপরিবার বঙ্গবন্ধু হত্যার পরও ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতি হিসেবে ভারত থেকে বাংলাদেশে ফেরত আসার পর বিপদসংকুল দেড় দশকে ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগকে আবার ক্ষমতাসীন করায় সফল হন। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে বেশি আসনে জয়ী হলেও ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০০১ সাল পর্যন্ত হাসিনাকে শাসন চালাতে হওয়ায় তাঁর একনায়কতান্ত্রিক মানসিকতা জনগণের কাছে ধরা পড়েনি। বরং ১৯৯৬-২০০১ মেয়াদের আওয়ামী লীগ সরকারের দুর্নীতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালিত ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী বিপর্যয় ডেকে আনে। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ভূমিধস বিজয় অর্জন করায় হাসিনা আজীবন ক্ষমতা কুক্ষিগত করার সর্বনাশা পথে পা বাড়ান।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনের পুত্র সোহেল তাজ অভিযোগ করেছেন, ২০০৯ সালে হাসিনা বলেছিলেন, “বিএনপি অনেক টাকা কামিয়েছে। এখন আমাদের দু’হাতে টাকা বানাতে হবে।” গত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগের শাসনামলে দেশে দুর্নীতি, পুঁজি লুণ্ঠন ও পুঁজি পাচারের মহোৎসব বোঝার জন্য অবশ্য সোহেল তাজের সাক্ষ্য প্রয়োজন পড়ে না। এই পুঁজি লুণ্ঠনের কেন্দ্রে ছিল শেখ হাসিনার পরিবার ও আত্মীয়স্বজন, বিভিন্ন লুটেরা অলিগার্ক ব্যবসায়ী, লুটেরা রাজনীতিবিদ ও দুর্নীতিবাজ আমলা। আওয়ামী লীগের অধিকাংশ মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চস্তরের নেতাকর্মী কোনো না কোনোভাবে দুর্নীতি, পুঁজি লুণ্ঠন ও পুঁজি পাচারে জড়িয়ে গিয়েছিল।

ভাসানী ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে হাসিনা দুর্নীতি, বেধড়ক পুঁজি লুণ্ঠন ও পুঁজি পাচারের লীলাক্ষেত্রে কীভাবে পর্যবসিত করলেন? দেখা যায়, ২০১৮ সালের ডিসেম্বরের রাতের ভোটের প্রহসনের মাধ্যমে সংসদে আসা সদস্যদের ৬১.

৭ শতাংশ ছিল ব্যবসায়ী। ব্যবসায়ীদের রাজনীতিতে আসা বেআইনি নয়, দোষণীয় নয়; কিন্তু দেখতে হবে তারা সৎপথে অর্থ উপার্জন করেছে কিনা এবং বিপুল অর্থ নির্বাচন প্রভাবিত করতে ব্যবহৃত হচ্ছে কিনা। বলা বাহুল্য, কিছু ব্যতিক্রম বাদ দিলে উভয়টিই ঘটেছিল। এমনকি ২০১৯ সালে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে দেশের অর্থমন্ত্রীর চেয়ারে বসানো হয়েছিল একজন অলিগার্ককে। 

২০২৪ সালের আগস্টে ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটির গবেষণায় উঠে এসেছে, শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের লুটপাটতন্ত্রের মাধ্যমে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন ডলার হিসাবে মোট ২৩৪ বিলিয়ন ডলার লুণ্ঠিত ও বিদেশে পাচার হয়ে গেছে। সবচেয়ে বেশি লুণ্ঠনের শিকার হয়েছে ব্যাংকিং ও ফিন্যান্সিয়াল খাত, তারপর জ্বালানি ও বিদ্যুৎ খাত, তারপর ভৌত অবকাঠামো খাত এবং এরপর তথ্যপ্রযুক্তি খাত। সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, ভারত এবং কয়েকটি ‘ট্যাক্স হেভেন’ সবচেয়ে বেশি অর্থ পাচারের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত হয়েছে।

শেখ হাসিনা কীভাবে জনগণের রাজনৈতিক দল আওয়ামী লীগকে এ রকম ক্রোনি ক্যাপিটালিজমের লুটপাটের লীলাক্ষেত্রে পরিণত করতে পারলেন? আসলে ২০০৯ সালে ক্ষমতাসীন হওয়ার পর ক্রমেই হাসিনা নিজেকে অপ্রতিদ্বন্দ্বী আসনে অধিষ্ঠিত করে ফেলেছিলেন। যেন তিনিই সবজান্তা, সব সিদ্ধান্ত তাঁরই, অন্য কারও ভিন্নমত প্রকাশের অধিকার নেই। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের একে একে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে ছুড়ে ফেলে দিয়েছিলেন। কোনো মন্ত্রী, সংসদ সদস্য কিংবা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা দলের নীতিনির্ধারণী অবস্থানে ছিলেন না। প্রয়াত মতিয়া চৌধুরী, আসাদুজ্জামান নূর, সাবের হোসেন চৌধুরী, সিমিন হোসেন রিমি, ডা. সেলিনা হায়াত আইভী, এম. এ. মান্নানের মতো নেতারা ব্যক্তিগতভাবে দুর্নীতি না করলেও দলীয় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে সক্ষম হননি। 

শেখ হাসিনার আওয়ামী লীগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে রাজনীতি করে আসা রাজনীতিকদেরও স্থান ছিল না; থাকলেও নীতিনির্ধারণে কোনো ভূমিকা ছিল না। ড. কামাল হোসেন বা ব্যারিস্টার আমীর-উল ইসলামের মতো মহিরুহকে আওয়ামী লীগ থেকে নব্বই দশকেই উৎপাটিত করা হয়েছিল। তোফায়েল আহমেদের মতো নেতা দলে থাকলেও কোণঠাসা অবস্থানে চলে গিয়েছিলেন। ২০১৮ সালের পর প্রায় সব জ্যেষ্ঠ নেতাকে ক্ষমতার কেন্দ্র থেকে নির্বাসনে পাঠানো হয়েছিল। 
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর কমপক্ষে আগামী এক দশক আওয়ামী লীগের পক্ষে যে ঘুরে দাঁড়ানো কঠিন, এটি সবাই বোঝে। একটি গণমুখী রাজনৈতিক দলের এমন গণধিকৃত অবস্থান!
                                                               
অধ্যাপক ড. মইনুল ইসলাম: একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ; সাবেক সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন ত শ খ ম জ ব র রহম ন র র জন ত ল আওয় ম র আওয় ম অবস থ ন জনগণ র হয় ছ ল ত হয় ছ সরক র মওল ন ক ষমত সদস য

এছাড়াও পড়ুন:

চীন–ভারত ও মিয়ানমার প্রসঙ্গ নিয়ে আলোচনা

মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহে তিন দিনের সফরে বাংলাদেশ ঘুরে গেছেন। দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে চীন, ভারত ও মিয়ানমারের সাম্প্রতিক সম্পর্কের নানা দিক নিয়ে ওই প্রতিনিধিদল জানতে ও বুঝতে চেয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ঢাকায় আসেন। পরদিন বুধবার আরেকটি ফ্লাইটে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ।

বৃহস্পতিবার বিকেলে মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। একই দিনে এর আগে তাঁরা পৃথকভাবে পররাষ্ট্র উপদেস্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে দেখা করেন।

বাসস জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান। তাঁদের আলোচনায় আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নসংক্রান্ত প্রসঙ্গগুলো আসে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুই উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সরকারের সঙ্গে আলোচনায় যেসব বিষয় তুলেছেন, সেগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের বর্তমান পরিস্থিতি, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও ভারতের দুই শীর্ষ নেতার আলোচনা, চীনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা, মিয়ানমারের সামরিক জান্তার জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে প্রধান উপদেস্টার বৈঠক ও রোহিঙ্গা সংকট।

কূটনৈতিক সূত্রগুলো এই প্রতিবেদককে জানিয়েছে, ওয়াশিংটনের ওই দুই জ্যেষ্ঠ কর্মকর্তা প্রধান উপদেস্টাসহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অন্তর্বর্তী সরকারের সংস্কারপ্রক্রিয়া, প্রেসিডেন্ট ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপসহ ব্যবসাবাণিজ্য, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সহায়তা পুনর্বিবেচনা ইত্যাদি প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। শুল্ক আরোপের প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে বাণিজ্য–ঘাটতি কাটাতে যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে উড়োজাহাজ কেনাকাটার প্রসঙ্গটি আলোচনায় এসেছে।

জানা গেছে, মিয়ানমারের পরিস্থিতি, বিশেষ করে সামরিক শাসন জারির পর থেকে দেশটির বিভিন্ন অংশ সরকারবিরোধীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে—বিষয়টি বাংলাদেশ কীভাবে বিবেচনা করছে, তা আলোচনায় এসেছে। বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা আরাকান আর্মির দখলে। আবার দেশটিতে নির্বাচনের সময়সূচিও ঘোষণা করেছে জান্তা সরকার। এমন এক প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির যোগাযোগ বা যুক্ততা কতটা হচ্ছে, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় আলোচনার সর্বশেষ অগ্রগতি কী হয়েছে, তা জানতে চেয়েছিল মার্কিন প্রতিনিধিদল। তাদের কৌতূহল ছিল বাংলাদেশ এখন মিয়ানমার পরিস্থিতি নিয়ে দেশটির সামরিক সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করেছে কি না। মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে বাংলাদেশ এই সমস্যা সমাধানের প্রক্রিয়া এগিয়ে নিতে পারছে না, সেটি বলেছে। এ জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের বিষয়টিতে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।

৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেস্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মিয়ানমারের সামরিক জান্তা মিন অং হ্লাইংয়ের আলোচনা হয়েছিল। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ওই বৈঠক নিয়ে মার্কিন কৌতূহলের জবাব দিতে গিয়ে বলা হয়েছে, আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতি রাষ্ট্র বাংলাদেশ। ফলে সভাপতিত্বকারী দেশের সরকারপ্রধান হিসেবে সব কটি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তিনি দেখা করেছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আলোচনায় প্রসঙ্গক্রমে ঢাকা–দিল্লি সম্পর্কের সর্বশেষ অবস্থা নিয়ে কথা হয়েছে। এ সময় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যম হয়ে অপতথ্য ও মিথ্যা তথ্য বিস্তারের প্রসঙ্গটি আসে। এ সময় মার্কিন প্রতিনিধিরা অভিমত দেন, যেহেতু আন্তর্জাতিক পরিসরেও এসব অপতথ্য আর ভুল তথ্যের বিস্তার ঘটছে, তাই বাস্তব চিত্রটা সরকারের তুলে ধরার জন্য উদ্যোগ নেওয়া উচিত।

মার্কিন প্রতিনিধিদল তাদের আলোচনায় চট্টগ্রাম বন্দর নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা বা যুক্ততা প্রসঙ্গে জানতে চেয়েছে। তখন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের সঙ্গে চীনকে যুক্ত করে সহযোগিতার কোনো পরিকল্পনা সরকারের নেই।

সরকারের সঙ্গে আলোচনার আগে দুই মার্কিন প্রতিনিধিদল পৃথকভাবে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে মতবিনিময় করে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার, নির্বাচন, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতিসহ দুই দেশের সম্পর্কের বিষয়গুলো এসেছে। মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী গত শুক্রবার বাংলাদেশ সফর শেষে ফিরে গেছেন।

সম্পর্কিত নিবন্ধ