ড্যাফোডিল ইউনিভার্সিটিতে দুই দিনের ‘ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো’ শেষ
Published: 19th, April 2025 GMT
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে দুই দিনের ‘ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো’ শেষ
মেহেদি হাসান/৬০১৪৬
সেকশন: বাংলাদেশ
ট্যাগ: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, চাকরি মেলা, সাভার
একসার্পট: দেশের শীর্ষস্থানীয় ২০টি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এই চাকরি মেলায় অংশগ্রহণ করে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা শেয়ার করেন।
মেটা: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
ছবি: daffodil নামে
ক্যাপশন: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ দুই দিনব্যাপী ‘ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো ২০২৫’–এর আয়োজন করে ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো ২০২৫’ শেষ হয়েছে। শুক্রবার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে এ মেলা শুরু হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার প্রধান অতিথি হিসেবে ক্যারিয়ার এক্সপোর উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল মুক্তাদির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক মো.
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মোস্তফা কামাল, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক মো. বেলাল হোসেন, ফার্মেসি বিভাগের অধ্যাপক মুনিরুদ্দিন আহমেদ, ফার্মেসি বিভাগের প্রধান শরীফা সুলতানা ও অধ্যাপক মুনিরুদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা শেয়ার করেন এবং ক্যারিয়ার নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে র্যালি, ফার্মা অলিম্পিয়াড, সেমিনার, কর্মশালা, পোস্টার প্রেজেন্টেশন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়।
এক হাজারে বেশি শিক্ষার্থী, অ্যালামনাই ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞ ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দেশের শীর্ষস্থানীয় ২০টি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এ চাকরি মেলায় অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল মুক্তাদির বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার সঙ্গে গভীর মিথস্ক্রিয়া তৈরি হবে। ইন্ডাস্ট্রিগুলোর প্রয়োজনীয়তা অনুযায়ী ইনস্টিটিউটগুলো দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করতে সক্ষম হবে। সেখান থেকে ইন্ডাস্ট্রিগুলো ভালো গ্র্যাজুয়েট নির্বাচন করার সুযোগ পাবে।
মেলা পরিদর্শন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি, ছাত্রছাত্রীরা যাতে ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পৃক্ত হয়। কারণ, শুধু লেখাপড়া দিয়ে চাকরির বাজারে নিজেদের অবস্থান তৈরি করা সম্ভব নয়।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ড আইইউ ফ র ম ইন ড স ট র র অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্সের সুযোগ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজে (এমডিএস) ৩য় ব্যাচে (জুলাই, ২০২৫) ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
ভর্তির জন্য দরকারি১. টিউটোরিয়াল ক্লাস অনলাইন-অফলাইন পদ্ধতিতে প্রতি শুক্রবার ও শনিবারে পরিচালিত হবে।
২. সেমিস্টার শেষে পরীক্ষা বাউবির মেইন ক্যাম্পাস, বোর্ডবাজার, গাজীপুরে সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত হবে।
প্রোগ্রামের বিস্তারিত তথ্য
১. দুই বছর মেয়াদ, চার সেমিস্টার।
২. মোট ১৬ কোর্স, ৬৫ ক্রেডিট।
৩. এমডিএস প্রোগ্রামের মেয়াদ পাঁচ বছর।
আরও পড়ুনপুলিশ স্টাফ কলেজে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে মাস্টার্স১৬ এপ্রিল ২০২৫আবেদনের ন্যূনতম যোগ্যতা১.এমডিএস প্রোগ্রামে আবেদন করার ন্যূনতম যোগ্যতা হচ্ছে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষাসহ যেকোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে ৩/৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা যেকোনো বিষয়ে একটি মাস্টার্স ডিগ্রিসহ ২ বছর মেয়াদি স্নাতক (পাস)।
২. শিক্ষাজীবনের যেকোনো পর্যায়ে অনধিক একটি ৩য় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকলেও আবেদন করা যাবে।
৩. অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার ফলাফল, মাস্টার্স/উচ্চতর ডিগ্রি) আবেদনকারীর ভর্তি পরীক্ষার ফলাফলে স্কোর হিসেবে যুক্ত হবে।
আবেদন ফির বিস্তারিত১. আবেদন ফরম ফি : এক হাজার টাকা।
২. কোর্স ফি : বার হাজার টাকা।
৩. প্রথম সেমিস্টারে মোট ভর্তি ফি : ১৯১০০ টাকা।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার, আবেদন শুরু১৫ এপ্রিল ২০২৫ভর্তিসংক্রান্ত তথ্য১. শুধু অনলাইনে আবেদন করতে হবে।
২. আবেদনের ওয়েবসাইট:
৩. অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১৭ জুন ২০২৫।
৪. প্রাথমিকভাবে মনোনীতদের তালিকা প্রকাশ: ১৯ জুন ২০২৫।
৫. ভর্তির মৌখিক পরীক্ষা: ২৭ ও ২৮ জুন ২০২৫।
৬. চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ: ৩০ জুন ২০২৫।
৭. ভর্তি ফি জমা দিয়ে ভর্তিসম্পন্ন করার তারিখ: ১ থেকে ১২ জুলাই ২০২৫ ।
৮. ওরিয়েন্টেশন হবে সরাসরি: ১৮ জুলাই ২০২৫। স্থান: বাউবির মেইন ক্যাম্পাস, বোর্ডবাজার, গাজীপুর।
৯ টিউটোরিয়াল ক্লাস: ২৫ জুলাই ২০২৫।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:
আরও পড়ুনশাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দেবে শিক্ষাবৃত্তি, সুযোগ এইচএসসিদের১৬ এপ্রিল ২০২৫