লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় শনিবার মাটি কাটছিল বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে পিছু হটেছে তারা। বিএসএফের সদস্যরা ভেকু মেশিন (মাটি কাটার যন্ত্র) দিয়ে শূন্যরেখার ভারতীয় অংশে মাটি খনন করছিল। 

বিজিবি সূত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীন দহগ্রাম বিওপির সীমান্ত পিলার ডিএএমপি ৭ থেকে ৭০ গজ অভ্যন্তরে ৬ ব্যাটালিয়ন বিএসএফের অরুণ ক্যাম্পের কিছু সদস্য তাদের নাগরিকদের সহায়তায় মাটি কাটছিল। তারা মাটি কেটে ট্রলিতে করে ক্যাম্পের ভেতরে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে বিজিবি দহগ্রাম বিওপির টহল দল বাধা দেয় ও প্রতিবাদ জানায়। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে দিয়ে ভেকু মেশিন ও ট্রলি নিয়ে ফেরত চলে যান। এ ধরনের কাজ তারা আর করবেন না বলে বিজিবি টহল দলকে প্রতিশ্রুতি দেন। 

এ বিষয়ে বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে.

কর্নেল সেলিম আলদীন সাংবাদিকদের বলেন, মাটি কাটার ঘটনায় বিএসএফকে কড়া বার্তা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এসএফ ব এসএফ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে বিএসএফকে দিল ভারতীয়রা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত লাগোয়া বাংলাদেশের ভুট্টা ক্ষেতের পাতা ছেঁড়ার সময় এক বাংলাদেশি যুবককে ভারতীয়রা ধরে নিয়ে গিয়ে তাদের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বাংলাদেশি ওই যুবকের নাম আজিনুর রহমান (২৪)। তিনি বাউরা ইউনিয়নের জমগ্রাম ডাঙ্গাটারী গ্রামের  নুর হোসেনের ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আশাদুল হক জানান, শুক্রবার দুপুর ২টার দিকে পাটগ্রামের বাউরা ইউনিয়নের জমগ্রাম ডাঙ্গাটারী গ্রামের মেইন পিলার ৮০১-এর সাব পিলার ১০-১১ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।  

স্থানীয়রা জানান, আজিনুর তাঁর মা-সহ সীমান্তের বাংলাদেশ অংশে গরুর খাবারের জন্য ভুট্টা ক্ষেতের পাতা ছিঁড়তে যায়। এক পর্যায়ে ভারতের কয়েকজন নাগরিক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাকে জোর করে তুলে নিয়ে বিএসএফের হাতে দেয়। বিএসএফ আজিনুরকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। পরে রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের ঠ্যাংঝাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম ভারতীয় মেখলিগঞ্জের বি আরকা বাড়ী বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডারের সঙ্গে আজিনুরকে ফেরত আনার বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন।

রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের ঠ্যাংঝাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান, আজিনুরকে ফেরত আনার বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হাসিবুলের বাড়িতে জামায়াতের আমির, চাইলেন বিচার
  • আমরা ভালো থাকলে ভারতও ভালো থাকবে: জামায়াত আমির
  • পাটগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • বাংলাদেশি যুবককে ধরে নিয়ে বিএসএফকে দিল ভারতীয়রা
  • গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
  • পশ্চিমবঙ্গের সহিংসতার বিষয়ে বাংলাদেশের মন্তব্য নাকচ ভারতের
  • হাতীবান্ধা সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি তরুণের লাশ ফেরত দিয়েছে বিএসএফ
  • সীমান্তে অব্যাহত বাংলাদেশি হত্যায় এনসিপির উদ্বেগ
  • মুর্শিদাবাদে সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ