নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শনিবার সমালোচনার ঝড় ওঠে।

ভিডিওতে দেখা যায়, এনায়েত হোসেন একটি লিখিত আবেদনের সঙ্গে দেওয়া টাকা নিয়ে বলছেন– ‘কম টাকা দিলে সম্মান থাকে।’ এর পর তিনি টাকাসহ আবেদনটি নিজের ড্রয়ারে রেখে দেন। ভিডিওতে ওসির সামনে আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনকে দেখা যায়।

ভিডিও ছড়িয়ে পড়ার পর আজ বিকেলে সংবাদ সম্মেলন করেন এনায়েত হোসেন। খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীকে দুই পাশে বসিয়ে তিনি বলেন, ‘ফেসবুকে আসা ভিডিওর ঘটনা পাঁচ-ছয় মাস আগের। মারামারির ঘটনায় খাগকান্দা ইউনিয়নের এক নারী অভিযোগ দিলে বিষয়টি মীমাংসার জন্য বিএনপি নেতা বেলায়েত হোসেনকে দায়িত্ব দিই। তিনি ঘটনাটি মীমাংসা করলেও বাদীর জন্য ক্ষতিপূরণ আনেননি।’

ওসির ভাষ্য, পরে আমি বিবাদীদের ডেকে দুই-আড়াই হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে আবেদনপত্রের সঙ্গে দিতে বলি। তাদের টাকা আমি সবার সামনে ড্রয়ারে রেখে পরে বাদীকে দিয়েছি। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে এখন ঘটনাটি ছড়ানো হচ্ছে।

বিএনপি নেতা বেলায়েত হোসেন বলেন, ‘ওসি দায়িত্ব দেওয়ার পর আমি বিবাদ মীমাংসা করেছি। পরে তিনি বাদীকে দেওয়ার জন্য বিবাদীদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের সামনে ড্রয়ারে রাখেন। এখন ফেসবুকে যা বলা হচ্ছে, তা সঠিক নয়।’

সংবাদ সম্মেলনে ওসি দাবি করেন, আড়াইহাজার থানায় মামলা, জিডি ও পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কোনো টাকা দিতে হয় না। তবে ভিডিওতে শাহীন সিকদার নামে ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, টাকা না দেওয়ায় আমার পুলিশ ক্লিয়ারেন্স সনদ ১২ দিন আটকে রেখেছিলেন ওসি এনায়েত হোসেন। পরে দুই হাজার টাকা দিয়ে পেয়েছি।
ঊর্মি ইসলামের মন্তব্য, ‘এই ওসি অনেক বিপজ্জনক। টাকা না দেওয়ায় দুটি মিথ্যা মামলায় তিনি আমার স্বামীকে এক জেল খাটাচ্ছেন।’ এসব অভিযোগও মিথ্যা এবং বানোয়াট দাবি করেন এনায়েত হোসেন।

এদিকে গত বুধবার ওসির অনিয়ম-দুর্নীতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ ডাকযোগে পাঠিয়েছেন উপজেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি সালাউদ্দিন মোল্লা এবং জিসাস কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকনের স্ত্রী আনোয়ার আক্তার বেবী।

ওসি এনায়েতের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ অন্যান্য অনিয়মের অভিযোগ তদন্তে দুটি কমিটি হয়েছে। ঢাকা রেঞ্জের
ডিআইজি ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার কমিটিগুলো করেছেন বলে জানা গেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র জন য ব এনপ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউন ও দোকানে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুইটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় ঘটনাটি ঘটে। 

এলাকাবাসী জানান, ঢাকেশ্বরী এলাকার আল আমিন নামে এক ঝুট ব্যবসায়ীর গোডাউনে প্রথমে আগুন লাগে। পরে আগুন পাশের আব্দুল হাইয়ের মালিকানাধীন ডেকোরেটর দোকান ও ড্রাম ওয়েস্টের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে উভয় দোকানের মালামাল পুড়ে  যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরো পড়ুন:

চাঁদপুরে ১০ দোকানে আগুন

দীঘিনালায় বাজারে লাগা আগুনে পুড়ল ১৬ প্রতিষ্ঠান

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আশিক বলেন, “আগুন নিয়ন্ত্রণ আনতে আমাদের দুইটি ইউনিট কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। টিনের গোডাউনে আগুন লেগেছে। হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।”

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে সরকারি জমি নিয়ে দিনভর উত্তেজনা
  • গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান নারায়ণগঞ্জ চেম্বারের
  • আড়াইহাজার থানার ওসির ঘুষ গ্রহণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
  • ছোট্ট শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার
  • সিদ্ধিরগঞ্জে বালুর মাঠ থেকে বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার
  • বন্দরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সমাবেশ 
  • দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দক্ষ ও আদর্শবান দায়িত্বশীল তৈরির বিকল্প নেই 
  • শ্রমিক নেতা আব্দুল মোমিন ও আব্দুল মান্নান কে ফুলেল শুভেচ্ছা
  • নারায়ণগঞ্জে ঝুটের গোডাউন ও দোকানে আগুন