গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান নারায়ণগঞ্জ চেম্বারের
Published: 19th, April 2025 GMT
শিল্প খাত ও ক্যাপটিভে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তকে শিল্প খাতের জন্য আত্মঘাতী বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া। এ কারণে সিদ্ধান্তটি বাতিল বা পুনর্বিবেচনারও দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার। সংগঠনটির সভাপতি বলেন, এই মূল্যবৃদ্ধির কারণে সব ধরনের শিল্পপ্রতিষ্ঠান সংকটে পড়বে। সেই সঙ্গে নতুন উদ্যোক্তারা বিনিয়োগে নিরুৎসাহিত হবেন। ভোগান্তির শিকার হবেন শ্রমিকেরাও। আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বারের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে চেম্বার সভাপতি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বলেন, ‘শিল্প খাতে ও ক্যাপটিভে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির যে সিদ্ধান্ত এনার্জি রেগুলেটরি কমিশন নিচ্ছে, সেটা সম্পূর্ণ অযৌক্তিক ও অবাস্তব। এ সিদ্ধান্ত শিল্প খাতের জন্য আত্মঘাতী হবে। আমাদের খনিজ গ্যাস ও আমদানি করা গ্যাসের দাম সমন্বয় করলে সিস্টেম লসের পরও প্রতি ঘনমিটারে আনুমানিক সর্বোচ্চ ২২ টাকার মতো দাম হতে পারে। বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাসের দাম দিতে হচ্ছে ৩০ টাকা করে। নতুন করে দাম বাড়ানো হলে শ্রমজীবী মানুষের ভোগান্তি ব্যাপকভাবে বাড়বে। ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলো নতুন সংকটে পড়বে এবং নতুন উদ্যোক্তারা শিল্পকারখানা স্থাপনে নিরুৎসাহিত হবে।’ তাই গ্যাসের দাম না বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউন ও দোকানে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুইটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, ঢাকেশ্বরী এলাকার আল আমিন নামে এক ঝুট ব্যবসায়ীর গোডাউনে প্রথমে আগুন লাগে। পরে আগুন পাশের আব্দুল হাইয়ের মালিকানাধীন ডেকোরেটর দোকান ও ড্রাম ওয়েস্টের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে উভয় দোকানের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরো পড়ুন:
চাঁদপুরে ১০ দোকানে আগুন
দীঘিনালায় বাজারে লাগা আগুনে পুড়ল ১৬ প্রতিষ্ঠান
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আশিক বলেন, “আগুন নিয়ন্ত্রণ আনতে আমাদের দুইটি ইউনিট কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। টিনের গোডাউনে আগুন লেগেছে। হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।”
ঢাকা/অনিক/মাসুদ